ধর্ম অবমাননায় অভিযুক্ত ব্যক্তিকে মৃত্যু না হওয়া পর্যন্ত ইট দিয়ে আঘাত! ফের নৃশংসতা পাকিস্তানে

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার পাকিস্তানের একটি গ্রামে একজনকে পিটিয়ে হত্যা করেছে উন্মাদী ভিড়। ওই ব্যক্তির বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ উঠেছিল। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে গেলেও বিক্ষুব্ধ জনতা তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করে।

ঘটনাটি পাঞ্জাব প্রদেশের খানেওয়াল জেলার জঙ্গল ডেরা গ্রামে হয়েছে। জানা গিয়েছে, মাগরিবের নামাজের পর শত শত লোক জড়ো হয়েছিল। তাদের অভিযোগ, একজন ব্যক্তি নামাজের সময় কোরানের কয়েকটি পৃষ্ঠা ছিঁড়ে আগুন ধরিয়ে দেয়। এরপর বিক্ষুব্ধ জনতা অভিযুক্তকে গাছে ঝুলিয়ে ইট দিয়ে আঘাত করে, যতক্ষণ না সে মারা যায়। পাকিস্তানি সংবাদপত্র ডন জানিয়েছে, ওই ব্যক্তি তার নির্দোষতা ব্যাখ্যা করার চেষ্টা করলেও জনতা তার কথা শোনেনি।

প্রত্যক্ষদর্শীদের মতে, পুলিশের একটি দল পাথর ছোড়ার আগে গ্রামে পৌঁছে অপরাধীকে ধরে ফেলে, কিন্তু জনতা তাকে SHO-র হেফাজত থেকে ছিনিয়ে নেয়। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদার এই বিষয়ে আইজিপি রাও সরদার আলি খানকে রিপোর্ট জমা দিতে বলেছেন।

গত বছরের ডিসেম্বরে শিয়ালকোটেও একই ধরনের ঘটনা ঘটেছিল। সেখানে শ্রীলঙ্কার এক ইঞ্জিনিয়ারকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছিল। এমনকি তাকে জীবন্ত জ্বালানো হয়েছিল। একটি থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের মতে, পাকিস্তানে 1947 সাল থেকে এখনও পর্যন্ত ধর্ম অবমাননার মোট 1,415টি মামলা নথিভুক্ত হয়েছে।

সেই রিপোর্টে বলা হয়েছে, 1947 থেকে 2021 সাল পর্যন্ত মোট 18 জন নারী ও 71 ​​জন পুরুষকে ধর্ম অবমাননার জন্য হত্যা করা হয়েছে। যদিও, থিঙ্ক ট্যাঙ্কের মতে প্রকৃত মামলার সংখ্যা আরও বেশি, কারণ সব মামলা রিপোর্ট করা হয় না। রিপোর্টে বলা হয়েছে যে, অভিযুক্তদের 70 শতাংশেরও বেশি পাঞ্জাব প্রদেশের।

Koushik Dutta

সম্পর্কিত খবর