বাংলাহান্ট ডেস্ক : করোনার তৃতীয় ঢেউয়ের দাপট ক্রমশই বাড়ছে রাজ্যজুড়ে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা বিধি এবং সতর্কতাও। গত ৩ জানুয়ারি থেকে আংশিক লকডাউনও কার্যকর বাংলায়। সেই করোনা বিধি ভাঙলে মিলছে শাস্তিও। কিন্তু সেই শাস্তি এড়াতে অভিনব পন্থা নিতে দেখা গেল এক ব্যক্তিকে। কলাপাতার মাস্ক বানিয়ে বাজারে ঘুরে বেড়ালেন তিনি। তাঁর এহেন কান্ড দেখে তাজ্জব খোদ পুলিশও।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার জীবনতলা এলাকায়। জানা যাচ্ছে শুক্রবার সকালে সাইকেল নিয়ে মাস্ক ছাড়াই বাজারে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলেন এক ব্যক্তি। কিন্তু বেরিয়েই তিনি শোনেন কোভিড বিধি মানা হচ্ছে কি না তার অভিযান চালাচ্ছে পুলিশ। তাই শাস্তি এড়াতে অভিনব এক পন্থা বাছলেন ব্যক্তি। গাছ থেকে কলাপাতা ছিঁড়ে সুতো দিয়ে বা বেঁধে নিলেন মুখে। অবশ্য শেষরক্ষা হল না তাতে। রাস্তা পেরোনোর সময় পুলিশের কাছে ধরা পড়ে যান তিনি। সূত্রের খবর, নাসিম শেখ নামের ওই ব্যক্তি জীবনতলা থানার মেহেরগড় এলাকার বাসিন্দা।
বাংলা জুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। দক্ষিণ ২৪ পরগণাতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। ফলে করোনা বিধি নিয়ে অতিমাত্রায় সক্রিয় সেখানকার পুলিশ। বৃহস্পতিবার সকালে জীবনতলা থানার তরফে কোভিড বিধি নিয়ে অভিযান চলছিল। মানুষকে সচেতন করতে করা হয় মাইকিং এবং মাস্ক বিতরণও। এর পরেও বিধিনিষেধের তোয়াক্কা না করায় বেশ কিছু বেপরোয়া ব্যক্তিদের গ্রেপ্তারও করেছে পুলিশ।