বাংলা হান্ট ডেস্কঃ হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন সানি লিওনি (Sunny Leone)। একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। স্ক্রিন শেয়ার করেছেন শাহরুখ খান সহ বলিউডের একাধিক তাবড় তাবড় তারকার সঙ্গে। সেই সানিই নাকি সরকারি প্রকল্পের (Government Scheme) সুবিধা নিচ্ছেন! মাসে মাসে অ্যাকাউন্টে ঢুকছে ১০০০ টাকা!
সানির অ্যাকাউন্টে ঢুকছে সরকারের পাঠানো টাকা (Government Scheme)?
কেন্দ্র থেকে শুরু করে রাজ্য, মহিলাদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে সরকার। পশ্চিমবঙ্গ সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (Lakshmir Bhandar) স্কিমের আদলে যেমন ‘মাহতারি বন্দনা যোজনা’ চালু করেছে ছত্তিশগড়ের বিজেপি সরকার। সংশ্লিষ্ট রাজ্যের বিবাহিত মহিলাদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। সানি লিওনি নাকি এই প্রকল্পেরই সুবিধা নিচ্ছেন! স্বাভাবিকভাবেই এই বিষয়টি সামনে আসার পর জোর শোরগোল পড়ে যায়। এরপর তদন্তে নামতেই সামনে আসে আসল তথ্য!
জানা যাচ্ছে, সরকারি প্রকল্পের (Government Scheme) সুবিধা হাতানোর জন্য সানির নামে ভুয়ো অ্যাকাউন্টে খোলেন বীরেন্দ্র যোশী নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের তালুর জেলায়। ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তির নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। এদিকে এই কারচুপির কথা ফাঁস হতেই ওই অ্যাকাউন্টে ‘মাহতারি বন্দনা যোজনা’র ১০০০ টাকা পাঠানো বন্ধ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ জমা দিতে হবে…! পুলিশের ‘ভূমিকা’য় ক্ষুব্ধ বিচারপতি! কড়া নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট
অভিযোগ, বীরেন্দ্র নামের ওই ব্যক্তি নিজের স্ত্রীর নাম ‘সানি লিওনি’ দিয়ে একটি ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিলেন। এতদিন ওই অ্যাকাউন্টেই সরকারি প্রকল্পের (Mahtari Vandana Yojana) টাকা ঢুকতো। তবে সম্প্রতি বিষয়টি স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের নজরে আসে। সংবাদটি প্রকাশিত হওয়ার পরেই শোরগোল পড়ে যায়।
এই বিষয়ে ওই এলাকায় জেলাশাসক হরিশ এস বলেন, ইতিমধ্যেই বলিউড অভিনেত্রীর নামে খোলা ওই ভুয়ো অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গেই অভিযুক্ত ব্যক্তি কীভাবে নিজের স্ত্রীয়ের নাম ‘সানি লিওনি’ দিয়ে এই ভুয়ো অ্যাকাউন্ট খুললেন সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি। এদিকে ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
সানির নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সরকারি প্রকল্পের (Government Scheme) সুবিধা নেওয়া প্রসঙ্গে ছত্তিশগড়ের কংগ্রেস সভাপতি দীপক বৈজ দাবি করেন, মাহতারি বন্দনা যোজনার ৫০% গ্রাহকই ভুয়ো। পাল্টা বিজেপি নেতা অরুণ সাও বলেন, ‘কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন মহিলাদের মাসিক অর্থ দিতে পারেনি। বিজেপি মহিলাদের হাতে টাকা তুলে দিচ্ছে। সেটা কংগ্রেস সহ্য করতে পারছে না’।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার