‘বিয়ে দিয়ে দিন না’, ‘বেয়াড়া’ আবদারের উচিত জবাব দিলেন সোনু সূদ

বাংলাহান্ট ডেস্ক: লকডাউনে (lockdown) পরিযায়ী শ্রমিক ও দরিদ্র মানুষদের জন‍্য ‘সুপারম‍্যান’এর অবতারে হাজির হয়েছিলেন সোনু সূদ (sonu sood)। বলিউডের পরিচিত এই অভিনেতার যেন সম্পূর্ণ নতুন এক রুপের সঙ্গে পরিচয় ঘটেছে লকডাউনের সময়। অক্লান্ত পরিশ্রমে যারাই সাহায‍্য চেয়েছেন তাদের জন‍্য ছুটে গিয়েছেন সোনু।

লকডাউন শেষ হয়ে গেলেও কাজ শেষ হয়নি সোনুর। এখনও প্রতিনিয়ত সাহায‍্যের প্রার্থনায় সাড়া দিয়ে হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি। পড়ুয়াদের পড়াশোনার সুযোগ সুবিধা, অসহায় রোগীর সাহায‍্য সব কাজেই এগিয়ে আসছেন সোনু। মানুষ ধন‍্য ধন‍্য করছেন অভিনেতাকে।

Sonu Sood 1200 5
তবে এসবের মাঝেও ‘বেয়াড়া’ আবদার বন্ধ হয়নি। মাঝে মাঝেই অদ্ভূত সব আবদার করে ট্রোল করার চেষ্টা করা হয় সোনুকে। তবে কখনোই মেজাজ হারাতে দেখা যায়নি অভিনেতাকে। বরং মজার ছলেই প্রতিবার জবাব দিয়েছেন এই সব আবদারের।

এবারে এক নেটিজেনের আবদার, ‘বিয়ে দিয়ে দিন না স‍্যার’। এতটুকুও না রেগে এর উত্তর দিয়েছেন সোনু। তিনি লেখেন, ‘কেন করিয়ে দেব না, মন্ত্র পড়েই বিয়ে করিয়ে দেব। আপনি শুধু মেয়ে খোঁজার পরিশ্রম টুকু করে নিন দয়া করে।’

IMG 20210317 141722
এর আগে শিবরাত্রিতে শিবের ছবি না পাঠিয়ে মানবসেবা করতে বলেছিলেন সোনু। তার জন‍্যই তুমুল ট্রোলের মুখে পড়তে হয় অভিনেতাকে। অনেকেই সমর্থন জানিয়েছেন সোনুকে। তবে নেটিজেনদের একাংশের নিশানায় চলে এসেছেন সোনু এমন টুইট করে।

একজন লেখেন, ‘নিজের ছবির মুক্তির আগেও এমনি কথা বলবেন তো? আমার ছবির টিকিট না কিনে সেই টাকায় গরীবদের খাবার কিনে দিন।’ আবার আরেকজন সোনুকে কড়া আক্রমণ শানিয়ে লেখেন, ‘মনুষ‍্যত্বের কোনো ধর্ম হয় না। কিন্তু আপনি সেখানেই বিভেদ করছেন। শিবরাত্রিতে আপনি এমন উপদেশ দিচ্ছেন কিন্তু ইদ বা বড়দিনে দেন না কেন? আপনি যে বিভেদ করেন তা নিজেই প্রমাণ করে দিলেন।’

মহা শিবরাত্রির দিন দুঃস্থদের সাহায‍্যের অনুরোধ করে সোনু লেখেন, ‘শিব ভগবানের ফটো না পাঠিয়ে কারোর সাহায‍্য করে শিবরাত্রি পালন করুন।’ সোনুর এই টুইটটি ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ‍্যেই। এর জন‍্যই নিন্দার সম্মুখীন হয়েছেন সোনু।


Niranjana Nag

সম্পর্কিত খবর