বিয়ের কার্ডে আজব কীর্তি, শোরগোল পড়তেই বরকে খুঁজছে পুলিশ

Published On:

বাংলা হান্ট ডেস্ক : দেশজুড়ে এখন বিয়ের মরশুম। দেশের প্রায় সব প্রান্তেই চলছে বিয়ের তোড়জোড়। আর এই বিয়ের এক অবিচ্ছেদ্য অংশ হল বিয়ের কার্ড (Marriage Card)। কিছু মানুষ বিয়ের কার্ড নিয়ে এতটাই পাগলামি করেন যে, তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বাধ্য। তবে বিয়ের কার্ড যে কারও জন্য ঝামেলা তৈরি করতে পারে তা কেউ ভাবতেই পারেনি।

সম্প্রতি এমন একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখলে চমকে যাবেন আপনিও। নেটিজেনদের ধারণা, আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই বোধহয় এই বিয়ের কার্ড ছাপা হয়েছে। কার্ডের ছবি সামনে আসতেই তুমুল শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনা এতটাই সিরিয়াস যে তা থানা অবধি পৌঁছে গেছে।

সূত্রের খবর, ইতিমধ্যেই বর ও বরের ভাইয়ের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে বলে খবর। মিডিয়া বলছে, এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার (Telangana) মেদক জেলায়। রীতিমত আইনি ঝামেলায় পড়েছেন তিনি। শোনা যাচ্ছে, মহম্মদ নগরের বাসিন্দা সুরেশ নায়েক নামক ঐ ব্যক্তি বিজেপি প্রার্থীর ছবি ব্যবহার করেছেন।

আরও পড়ুন : আদালতে জমা পড়ল সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের রিপোর্ট, ‘কাকু’র সঙ্গে কার কথা? বিস্ফোরক তথ্য দিল ইডি

শোনা যাচ্ছে, সুরেশ নায়েক তার ভাইয়ের বিয়ের আমন্ত্রণপত্রে বিজেপির লোকসভা প্রার্থী ঘুনন্দন রাওয়ের ছবি রেখেছিলেন। এমনকি বিয়ের উপহার হিসেবে অতিথিদের আগামী নির্বাচনে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এই ঘটনার জেরে কার্যত তাজ্জব গোটা নেট দুনিয়া। ইতিমধ্যেই তার বিরুদ্ধে IPC-এর প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X