ভিন্ন জাতের যুবতীকে ধর্ষণের অভিযোগ, গরুর গাড়িতে বেঁধে, নগ্ন করে গ্রামে ঘোরানো হল যুবককে

Published On:

বাংলাহান্ট ডেস্ক : গ্রামের এক যুবতীকে ধর্ষণের (Rape) অভিযোগে যুবককে নগ্ন করে গরুর গাড়িতে বেঁধে গ্রামে ঘোরানোর অভিযোগ উঠল। গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে উঠেছে এমনই অভিযোগ। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই থানায় অভিযোগ দায়ের করেছে যুবকের পরিবার। উত্তরপ্রদেশের ঘটনায় গ্রাম জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

ধর্ষণের (Rape) অভিযোগে যুবককে ঘোরানো হল গ্রামে

এ ঘটনা উত্তরপ্রদেশের বহরাইচ জেলার। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, গরুর গাড়ির সঙ্গে এক যুবককে বেঁধে রাখা হয়েছে। তাঁর নিম্নাঙ্গে কোনো পোশাক নেই। নানা জনকে নানান রকম মন্তব্য করতে দেখা গিয়েছে ভিডিওতে। কেউ কেউ কুকুর লেলিয়ে দেওয়ার উসকানি দিতে দেখা গিয়েছে। কয়েকজন আবার সহমর্মিতা দেখিয়ে ছেড়ে দেওয়ার কথাও বলেছেন। ওই অবস্থায় যুবককে গ্রামে ঘোরানোর অভিযোগ উঠেছে।

Man pulled by bullock cart for rape allegations

দায়ের হয়েছে মামলা: ভিডিওটি ছড়িয়ে পড়তেই থানার দ্বারস্থ হন যুবকের পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, শারীরিক নিগ্রহ এবং আঘাত করার ধারায় দায়ের হয়েছে মামলা। তদন্ত শুরু করেছে পুলিশ।

আরো পড়ুন: ফের বাজিমাত সায়নীর! ষষ্ঠ সিন্ধু জয় করে বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করলেন বঙ্গতনয়া

কী অভিযোগ যুবকের বিরুদ্ধে: পুলিশ সূত্রে আরো খবর, ঘটনাটি ঘটে গত ৩ রা এপ্রিল। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি দেখার পরে যুবকের পরিবার অভিযোগ দায়ের করে থানায়। ইতিমধ্যেই আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে তাঁর। কিন্তু কী অভিযোগ তাঁর বিরুদ্ধে? জানা গিয়েছে, গ্রামের ভিন্ন জাতের যুবতীকে ধর্ষণ (Rape) করার অভিযোগ রয়েছে ওই যুবকের বিরুদ্ধে।

আরো পড়ুন : মুর্শিদাবাদে মহিলাদের উপরে চলছে যৌন নিপীড়ন! ঘরছাড়াদের সঙ্গে কথা বলে বিস্ফোরক জাতীয় মহিলা কমিশন

যেমনটা জানা যাচ্ছে, এপ্রিল মাসের শুরুর দিকে ঘটনাটি ঘটে। কিন্তু তার কয়েকদিন পর দায়ের হয় অভিযোগ। এমনকি এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে দুই সম্প্রদায়ের মধ্যে ঝামেলার অভিযোগও উঠেছে। যদিও সেকথা অস্বীকার করে পুলিশের তরফে জানানো হয়েছে, একটি ভিন্ন মামলা দায়ের করে মারধোরের ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। সেই সঙ্গে ধর্ষণের অভিযোগ নিয়ে আলাদা করে তদন্ত করছে পুলিশ।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X