ব্যাঙ থেকে শালিখ বা সিংহ, পাঁচ মিনিটে ১০০টি পশুপাখির ডাক ডেকে ভাইরাল যুবকের ভিডিও

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নানা ভিডিও ভাইরাল হয়। কখনও নাচ, গান, কখনও বা পশু পাখির ভিডিও ভাইরাল হতে দেখা যায়। বহু মানুষের সুপ্ত প্রতিভাও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রতিভার যোগ্য সম্মানও পেয়েছেন অনেকেই। এবার প্রকাশ্যে এল এমনই আরেকটি ভিডিও যেখানে ৫ মিনিটে একের পর এক পশুপাখির ডাক ডেকে মানুষকে চমকে দিয়েছেন এক যুবক।

হরবোলার কথা তো আমরা অনেকেই শুনেছি, দেখেওছি অনেকেই। একটা সময় রাস্তাঘাটে প্রায়ই দেখা যেত হরবোলাদের। নানান রকম জীবজন্তুর ডাক অবিকল ডেকে সবাইকে চমকে দিতেন তাঁরা। কিছুটা নিজেদের প্রতিভা ও বাকিটা কঠোর পরিশ্র্ম ও অনুশীলনের পরেই জীবজন্তুর ডাক অবিকল একরকম ডাকতে পারতেন তাঁরা। তবে এখন তাঁদের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া যুবকের ভিডিও দেখেও নেটিজেনদের বক্তব্য, তাকেও হরবোলার তকমা দেওয়াই যায়। মাত্র পাঁচ মিনিটে একের পর এক পশুপাখির ডাক ডেকে চমকে দিয়েছেন ওই যুবক। একেবারেই সাধারন গ্রাম বাংলার ছেলে সে। অথচ প্রতিভার দৌলতে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সে।

https://www.facebook.com/hasanbd01/videos/1525389267617293/

পাঁচ মিনিটে সিংহ, কুকুর, বিড়াল, শালিখ, ছাগল, সাপ সহ আরও বহু পশুপাখির ডাক অবলীলায় ডেকে শুনিয়েছে সে। শুধু জীবজন্তু নয়, গ্রামে আর্সেনিক মুক্ত টিউব ওয়েল বসানোর সময় যে আওয়াজটা হয় সেই আওয়াজও অবিকল নকল করেছে ওই যুবক। এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রতি মিনিটে বাড়ছে লাইক, কমেন্ট ও শেয়ারের সংখ্যা।

নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছে ওই যুবককে। তিনি নিজেই জানিয়েছেন অনার্সের ছাত্র তিনি। পড়াশোনার পাশাপাশি এই বহু পুরোনো প্রতিভাকে যে তিনি সযত্নে লালন করছেন তা দেখেই মুগ্ধ নেটজনতা। অন্যান্যদের মতো ওই যুবকও নিজের প্রতিভার উপযুক্ত দাম পান, সেটাই কাম্য সকলের।

সম্পর্কিত খবর

X