ফেসবুকে আনফ্রেন্ড করে দেওয়ায় নিজের বোনকেই মেরে ফেললো এক ব্যক্তি

বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে  সোশ্যাল মিডিয়া মানুষের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাজের ফাঁকে সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারা প্রায় আমাদের সকলেরই নিত্যনৈমিত্তিক রুটিন। তবে এর যেমন ভাল দিক আছে তেমনি রয়েছে খারাপ দিকও। সোশ্যাল মিডিয়া সারা বিশ্বের মানুষকে এক সুতোয় জুড়ে দিয়েছে। আবার এর ফাঁদেই পড়ে এক নিমেষে ঘটে যেতে পারে এমন কিছু যা নাড়িয়ে দেবে একজন মানুষের গোটা জীবন।

snapchat illustration 957668776 5b2e9008a474be0036c4c507

এমনটাই হল জনৈক আলাস্কা অধিবাসীর সঙ্গে। ফেসবুকে আনফ্রেন্ড করে দেওয়ার অপরাধে তিনি খুন করে বসলেন তাঁর নিজের বোনকে। এই মুহূর্তে পুলিশি হেফাজতে রয়েছেন ২৭ বছর বয়সী মোজেস ক্রো নামে ওই ব্যক্তি। ঘটনাটি ঘটে ২৮ নভেম্বর অর্থাৎ থ্যাঙ্কসগিভিংয়ের দিন। রিপোর্ট অনুযায়ী, ওইদিন সকাল ১০টার সময় বাড়ি ফেরেন মোজেস। তাঁর ঠাকুরমার বক্তব্য অনুসারে বাড়ি ফিরেই অন্য কোনও ব্যক্তি নিজের পোষ্য কুকুরকে নিয়ে যাওয়ার বিষয়ে রাগারাগি করতে শুরু করেন মোজেস। তাঁর ঠাকুরমা আরও অভিযোগ করেন, অভিযুক্ত মোজেস নাকি নিজের সন্তানদের তুলনায় পোষ্যের বেশি যত্ন করতেন। জানা গিয়েছে, এরপরেই তাঁর সব রাগ গিয়ে পড়ে তাঁর বোনে আমান্ডা ওয়েনের উপর। সোশ্যাল মিডিয়ায় তাঁকে আনফ্রেন্ড করে দেওয়ার অপরাধে তাঁর প্রাণ নিতেও পিছপা হন না মোজেস। একটি গ্লক পিস্তল বের করে সেটি তাঁর বোনের মাথার দিকে তাক করেন তিনি। গুলি চলতেই মাটিতে লুটিয়ে পড়েন ২৩ বছর বয়সী আমান্ডা। সেই সময়ে তাঁর কোলে ছিল তাঁর শিশু পুত্র।

এই ঘটনার কিছু ঘন্টা পরেই পুলিশ গ্রেফতার করে মোজেসকে। তবে তিনি দাবি করেন হঠাৎ করেই পিস্তল থেকে গুলি চলে গিয়েছে। তাঁর পরিবারের কয়েকজন সদস্য ও বন্ধুও তাঁর এই বক্তব্যকে সমর্থন করেন। তাঁরা বলেন মোজেস অত্যন্ত সহৃদয় একজন ব্যক্তি যে নিজের পরিবারের যথেষ্ট খেয়াল রাখে।


তবে তাঁদের কথায় কান না দিয়ে মোজেসকে নিজেদের হেফাজতেই রেখেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর