যুবকের মলদ্বার থেকে ডিওড্রেন্ট বোতল বার করে বিরল অস্ত্রোপচার, নজির গড়ল বর্ধমান মেডিক্যাল কলেজ

   

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি বর্ধমান মেডিকেল কলেজ এক অসাধ্য সাধন করেছে। ২৭ বছর বয়সী এক যুবকের মলদ্বার থেকে ডিওড্রেন্ট বোতল বার করে জটিল অস্ত্রোপচার সফল করেছেন বর্ধমান মেডিকেল কলেজ চিকিৎসকেরা। চিকিৎসকদের বক্তব্য এই ধরনের অপারেশন বর্ধমান মেডিকেল কলেজে প্রথম।

ঘটনাটা বেশ কিছুদিন আগের। পেটে অসহ্য ব্যথা নিয়ে বর্ধমান মেডিকেল কলেজে আসেন এক ২৭ বছর বয়সী যুবক। চিকিৎসকেরা তাকে এক্সরে করার পরামর্শ দেন। এক্সরে রিপোর্ট দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় চিকিৎসকদের। এরপর চিকিৎসকেরা অপারেশনের পরামর্শ দিলে ওই যুবক ভর্তি হয়ে যান বর্ধমান মেডিকেল কলেজে।

চিকিৎসকদের দাবি, ওই যুবকের মলদ্বারে প্রায় তিন সপ্তাহ ধরে একটি ডিওড্রেন্ট বোতল আটকে ছিল। এরপর একটি জটিল অস্ত্রোপচারের মাধ্যমে সেটি সফলভাবে বার করা হয়েছে। এই ধরনের অপারেশন বর্ধমান মেডিকেল কলেজের ইতিহাসে হয়তো প্রথম। কিভাবে একটি ডিওড্রেন্ট বোতল যুবকের মলদ্বারে প্রবেশ করল তা নিয়ে যুবক একটিও কথা বলতে রাজি হননি।

চিকিৎসকদের সূত্রে খবর, হাসপাতালে চিকিৎসা করতে আসার কুড়ি দিন আগে এই ডিওড্রেন্ট বোতলটি যুবকের মলদ্বারে ঢুকে যায়। প্রথমে কাউকে কিছু না জানিয়ে অসহ্য ব্যথা তিনি সহ্য করতে থাকেন। এরপর আর উপায় না পেয়ে যুবক শরণাপন্ন হন বর্ধমান মেডিকেল কলেজের।

jpg 20220920 182456 0000

চিকিৎসকেরা ওই যুবকের এক্সরে করে দেখতে পান যে তার মলদ্বারে আটকে আছে প্রায় সাড়ে সাত ইঞ্চির একটি বোতল। এরপর চিকিৎসকেরা পরামর্শ করে প্রায় দু’ঘণ্টার সফল অস্ত্রোপচার করেন ওই যুবকের। আপাতত স্থিতিশীল ওই যুবককে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর