২৪ দিন সমুদ্রের মাঝে আটকে ছিলেন ব্যক্তি, ম্যাগি মশালা আর কেচাপ খেয়ে ছিলেন জীবিত

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মাঝেমধ্যে এমন কিছু ঘটনার প্রসঙ্গ সামনে আসে যেগুলি জানার পর রীতিমতো অবাক হয়ে যান সকলেই। ঠিক সেই রেশ বজায় রেখেই বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের এমন একটি ঘটনার বিষয়ে জানাবো যেটি জানার পর চমকে উঠবেন সবাই। জানা গিয়েছে, মাঝ সমুদ্রে আটকে পড়েছিলেন এক ব্যক্তি। রীতিমতো অসহায় অবস্থায় টানা ২৪ দিন যাবৎ জীবন বাঁচানোর জন্য লড়াই করতে হয় তাঁকে। এমনকি, সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, তিনি শুধুমাত্র ম্যাগি মশালা (Maggi Masala) এবং কেচাপ (Ketchup) খেয়েই খিদে মিটিয়েছিলেন।

নৌকো মেরামতির সময়ে ঘটে বিপদ: এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ডোমিনিকার (Dominica) এলভিস ফ্রাঙ্কোইস (Elvis Francois) গত ডিসেম্বরে নেদারল্যান্ডস অ্যান্টিলেসের সেন্ট মার্টিনে তাঁর নৌকোটি মেরামত করছিলেন। ইউএসএ টুডে-র প্রতিবেদনে বলা হয়েছে, সেইসময়ে আচমকাই ঢেউ এসে তাঁর নৌকোটিকে মাঝসমুদ্রে নিয়ে চলে যায়। এমতাবস্থায়, এলভিস আর দিক নির্ণয় করতে না পেরে সৈকতে ফিরে আসতে পারেননি।

   

যদিও, এলভিস তাঁর বন্ধুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। কিন্তু সিগন্যাল চলে যাওয়ায় তা আর সম্ভব হয়নি। এরপরে, রীতিমতো অসহায় অবস্থায় এলভিস আগুন জ্বালিয়ে সংকেত দেওয়ার চেষ্টা করেছিলে। কিন্তু তাতেও তিনি ব্যর্থ হন। এমনকি, এলভিস সাহায্যের আশায় তাঁর নৌকোয় বড় করে “HELP” লিখেছিলেন, যাতে কোনো বিমান সেটি দেখতে পায়। পাশাপাশি, তিনি আয়নার সাহায্যেও সংকেত দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কোনোকিছুই কাজে আসেনি

২৪ দিন ধরে আটকে ছিলেন সমুদ্রে: এলভিসকে লা গুয়াজিরাতের অন্তর্ভুক্ত পুয়ের্তো বলিভারের উত্তর-পশ্চিমে দেখা যায়। একটি কন্টেইনার জাহাজ তাঁকে উদ্ধার করে কার্টেজেনায় নিয়ে যায়। তারপরে কলম্বিয়ার নৌবাহিনীর সৈন্যরা এলভিসকে পরীক্ষা করে তাঁকে নিরাপদে বাড়িতে পাঠিয়ে দেন। এলভিস জানিয়েছেন যে, তিনি যখন সমুদ্রে ছিলেন, তখন তিনি অনেক বড় জাহাজ দেখেছিলেন, কিন্তু কেউ তাকে দেখতে পায়নি। এই প্রসঙ্গে Associated Press-এর সাথে কথা বলার সময়ে তিনি জানান, “২৪ দিন ধরে স্থলভাগের কোনো চিহ্ন দেখিনি। কোথায় ছিলাম, কি করবো কিছুই জানতাম না। অনেকবার আশা হারিয়েছি। পরিবারের কথা বারবার মনে আসতো”।

whatsapp image 2023 01 21 at 4.04.18 pm

কেচাপ খেয়েই ছিলেন বেঁচে: ২৪ দিন যাবৎ সমুদ্রে আটকে থাকার সময়ে এলভিসের কাছে খাবার বলতে শুধুমাত্র একটি কেচাপের বোতল আর কিছু মশলা ছিল। এলভিস বলেন, “নৌকোয় কেচাপের বোতল, রসুনের গুঁড়োএবং ম্যাগি মশলার প্যাকেট ছিল। আমি তিনটিই জলে মিশিয়ে ২৪ দিন যাবৎ খেয়ে বেঁচে ছিলাম”। জানা গিয়েছে, এলভিস একটি কাপড়ে বৃষ্টির জল সংগ্রহ করে অল্প অল্প করে তা পান করতেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর