বিরিয়ানিতে লেগপিস না মেলায় রাজ্যের মন্ত্রীকে ট্যাগ করে টুইট যুবকের, মন্ত্রীমশাইয়ের রিপ্লাই ভাইরাল

বাংলা হান্ট ডেস্কঃ গোটা ভারতেই বিরিয়ানি এখন সবার প্রিয় খাবারের তালিকায় নাম লিখিয়ে নিয়েছে। বিয়ে বাড়ি হোক আর জন্মদিন, পার্টি হোক আর রেস্তোরাঁ সব জায়গায় এখন বিরিয়ানি মিলবেই। আর বিরিয়ানিতে লেগপিস স্বাদের এক আলাদা মাত্রা এনে দেয়। এরকমই এক যুবক বিরিয়ানিতে স্বাদ আরও বাড়ানোর জন্য লেগপিস আর এক্সট্রা মশালা অর্ডার দিয়েছিল। কিন্তু খাবার সরবরাহ করার সংস্থা যুবকের অর্ডার অনুযায়ী বিরিয়ানি ডেলিভারি করেনি। আর তাতেই তেলেবেগুনে জ্বলে ওঠে যুবক।

এরপর তেলেঙ্গানার ওই যুবক সরাসরি রাজ্যের মন্ত্রী কেটি রামারাওকে ট্যাগ করে টুইটারে একটি পোস্ট করে ফেলেন। রঘুপতি নামের ওই যুবক অভিযোগ করে বলেন, ‘আমি বিরিয়ানিতে বাড়তি মশালা আর একটা লেগপিসের অর্ডার করেছিলাম। কিন্তু আমার থেকেই সেই বাবদ টাকা নিলেও আমার দাবি পূরণ করা হয়নি। এটাই মানুষকে পরিষেবা দেওয়ার পন্থা?”

   

রঘুপতি নিজের টুইটে তেলেঙ্গানার নগরোন্নয়ন মন্ত্রী কেটিআরকে ট্যাগ করেন। মন্ত্রী কেটিআরের নজরে বিষয়টি আসার পর তিনি সেটিকে রিটুইট করে লেখেন, ‘আমাকে এতে ট্যাগ করার মানে কি হয় ভাই? তুমি আমার থেকে কি প্রত্যাশা করো?” মন্ত্রীর রিটুইটের পর টুইটটি রীতিমত ভাইরাল হয়ে যায়। বেগতিক বুঝে রঘুপতি নিজের টুইট ডিলিট করে দেয়। যদিও, টুইট ডিলিট হলেও তাঁর স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে।

1622271578 twitter

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর