ট্র্যাফিক আইন না মানায় কনস্টেবল করেছে জরিমানা। তাই তার বাড়িতেই চুরি!

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে ট্রাফিক আইন নিয়ে কড়াকড়ি হচ্ছে দেশ জুড়ে। ট্র্যাফিক আইন ভঙ্গ করলেই হচ্ছে মোটা টাকা জরিমানা।তেমনই ট্রাফিক আইন মেনে না চলায় পুলিশ কনস্টেবল জরিমানা করেছিল এক ব্যাক্তিকে। সে জন্য শনিবার রাতে সেই ট্রাফিক কনস্টেবলকে  শিক্ষা দিতে বেঙ্গালুরুর ওয়াইজি পালিয়া পুলিশ কোয়ার্টারে ঢুকে ওই ট্রাফিক কনস্টেবলের জিনিসপত্র চুরি করে পালালেন ওই ব্যক্তি। তবে গয়না বা নগদ অর্থ না অবশ্য। ট্যাব, ল্যাপটপ ইত্যাদি।

IMG 20190924 195801

কনস্টেবল এর নাম  মুস্তাফা মোল্লা।বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড পুলিশ স্টেশনে কনস্টেবলের চাকরি করেন তিনি। গত শনিবার রাত আড়াইটা নাগাদ বাড়ি ফিরে দেখে তাঁর বাইকের লাগেজ বক্স ভাঙা।শুধু তাই নয়, তার পর বাড়িতে ঢুকে তিনি দেখেন বাড়িতে থাকা তাঁর কিছু জিনিসপত্রও খুঁজে পাচ্ছেন না। এমন সময় হঠাৎ বাইরে জোরে আওয়াজ শুনে বেরিয়ে আসেন তিনি,দেখেন, এক জন ব্যক্তি দৌঁড়ে পালাচ্ছেন। আর পালাতে পালাতে নিজের নাম টাও জানিয়ে যাচ্ছে, তার নাম অশোক গাজারে।  পালাতে পালাতে চিৎকার করে ব্যাক্তি বলেন , তাঁকে অযথা জরিামানা করার জন্যই এইরকম কান্ড ঘটালেন তিনি।তাকে তাড়া করেও তাকে ধরতে পারেননি তিনি।

তবে তার কথায়, এই জরিমানা নাকি তিনি করেন ই নি। কনস্টেবল মুস্তাফা মোল্লা এক সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘‘আমি বুঝতেই পারছি না ওই ব্যক্তি কেন আমায় নিশানা করল। আমি কোনওদিন কাউকে ফাইন করিনি। হয়ত তাঁকে কোনও সিনিয়র পুলিশ অফিসার ফাইন করেছিলেন। কিন্তু কম্পিউটার ট্যাবলেট, জামা ও অন্যান্য জিনিস নিয়ে পালিয়েছে।’

সম্পর্কিত খবর