বাংলাহান্ট ডেস্ক : রবিবার সকালে উত্তরপ্রদেশের মুজফফরনগর অঞ্চলের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি মৃত কুকুরকে গাড়ির পিছনে বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই যিনি এমন কাণ্ড ঘটিয়েছেন তার বিরুদ্ধে সরব হয়েছেন আমজনতা। ফলে, ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের কানে খবরটি পৌঁছয়।
এরপরেই পুলিশ সেই ভিডিওটিকে শনাক্ত করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে নগর কোতয়ালী থানার পুলিশ, আসামিকে গাড়িসহ আটক করে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে। ভাইরাল হওয়া ভিডিওটি দেখেই শিউরে ওঠেন নেটিজেনরা। পশু নিষ্ঠুরতার বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।
জানা গিয়েছে, ইতিমধ্যেই এসএসপি বিনীত জয়সওয়াল সিও সিটি আয়ুষ বিক্রম সিংকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপরেই পুলিশের তৎপরতায় অভিযুক্ত চালক ও গাড়ির সন্ধান মেলে। সিটি কোতোয়ালি ইনচার্জ আনন্দ দেব মিশ্র বলেন যে, অভিযুক্ত গাড়ির চালক হামিদ শহরের মহল্লা শাহবুদিনপুর রোডের বাসিন্দা। তাকে ওই ভিডিও থেকে শনাক্ত করে গাড়িসহ আটক করা হয়েছে।
হামিদকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন যে, তার বাড়ির পাশে বিয়ের অনুষ্ঠানের কাজ চলছে। এবং তার ফলেই হয়তো তার বাড়ির কাছে কুকুরটি মারা যায়। তিনি আরও জানান, মৃত কুকুরটিকে নিয়ে যাওয়ার জন্য খবর দেওয়ার পরও কুকুরটিকে তুলে নেয়নি সাফাইকর্মীরা, তাই তিনি নিজেই কুকুরটিকে ফেলতে যাচ্ছিলেন। অভিযুক্তদের বিরুদ্ধে পশু নিষ্ঠুরতা আইনে মামলা দায়ের করা হয়েছে। এসপি সিটি অর্পিত বিজয় ভার্গিয়া জানান যে, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।