মানুষকে অনেক দিয়েছি,এবার দলের জন্য কাজ করবে ঃ মমতা

Published On:

বাংলাHunt : লোকসভা নির্বাচনে বিজেপি ৩০৩টি আসন পেয়েছে এবং তার শরিক দল ৩৫৭ আসুন পেয়েছে যা বিজেপির কাছে সর্বকালের রেকর্ড। সেই পরিপ্রেক্ষিতে বাংলা সেখান থেকে বিজেপি ১৮টি আসন পেয়েছে যা তৃণমূলের কাছে বেশ একটা বড় ধাক্কা।

আজ কালীঘাটের বাস ভবনে সাংবাদিক সম্মেলন করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেন আমার কোন চেয়ারের প্রয়োজন নেই, মানুষের জন্য অনেক করেছি, দুটাকা চাল, সাইকেল এবং কন্যাশ্রী দিয়েছি আরো অনেক কাজ করেছি।

আমি মুখ্যমন্ত্রী পদ থেকে অবসর নিতে চেয়েছিলাম কিন্তু তা মানতে চায়নি দল আর মানুষের জন্য নয়

এবার দলের জন্য কাজ করবো বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্পর্কিত খবর

X