বাংলাহান্ট ডেস্ক : এই ঘটনা আপনাকে মনে করিয়ে দেবে সিনেমার চিত্রনাট্যের কথা। অভিযোগ বিয়ে বাড়িতে ছবি তুলিয়ে টাকা দেননি প্রধান ফটোগ্রাফার। রিষরার তিন যুবকের বিরুদ্ধে সেই মূল ফটোগ্রাফারকেই (Photographer) অপহরণ করার অভিযোগ উঠল। জানা গিয়েছে অপহৃত যুবকের নাম জয় তালুকদার। জয় নামের ফটোগ্রাফারকে অপহরণ (Kidnap) করার পরেই তোলপাড় শুরু হয় গোটা এলাকায়।
সূত্রের খবর, অপহৃত জয় তালুকদার স্ত্রী সোমা শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন। এরপর শিলিগুড়ি থানার পুলিশ ও অপহৃত যুবকের স্ত্রী সোমবার আসেন হুগলির রিষরায়। জয় তালুকদারের স্ত্রী জানিয়েছেন, বিয়ে বাড়িতে ফটোগ্রাফারের কাজ করেন তার স্বামী। কিছুদিন আগে একটি কাজে তিনি গিয়েছিলেন বিহারে (Bihar)।
এরপর ফোন করে তার কোন সন্ধান পাননি। জানতে পারেন অপহরণ করা হয়েছে তার স্বামীকে। যারা অপহরণ করেছে তারা জানায় জয় সেই মুহূর্তে রয়েছেন হুগলিতে। টাকা দিলেই ছাড়া হবে তাকে। এরপর তিনি অভিযোগ দায়ের করেন শিলিগুড়ি থানায়। অভিযুক্ত এই তিন ফটোগ্রাফারের নাম শুভঙ্কর দাস, ইন্দ্রজিৎ রায় ও সমীর মন্ডল। তারা পেশায় ফ্রিল্যান্স ফটোগ্রাফার।
জয় তালুকদারের মাধ্যমে তারা গত ১৮ই ফেব্রুয়ারি বিহারে একটি বিয়ে বাড়ির কাজ পান। অভিযোগ চুক্তি মাফিক কাজ হলেও টাকা দেওয়া নিয়ে টালবাহানা করতে থাকেন জয়। কাজের টাকা না পেয়ে ক্ষুব্ধ তিন যুবক জয়কে অপহরণ করে বিহার থেকে নিয়ে আসে হুগলি। তারা অভিযোগ করেছেন এর আগেও জয় কাজ করিয়ে টাকা দেননি। এই নিয়ে অভিযুক্তরা এর আগে ফেসবুকে লাইভও করেছিলেন।
অন্যদিকে ফ্রিল্যান্স ফটোগ্রাফার গ্রুপের এক সদস্য শম্পা ঘোষ বলেছেন, বিহার থেকে যখন তারা রওনা দেন তখন জয় ফেসবুক লাইভে নিজেই বলেছিলেন যে তিনি স্বেচ্ছায় তাদের সাথে যাচ্ছেন এবং টাকা মিটিয়ে দিলেই আবার ফিরে আসবেন। জয়ের উপর কোন রকম অত্যাচার করা হয়নি। তাকে ভালোভাবেই রাখা হয়েছিল। জয় পাঁচ দিনের কাজ বলে নিয়ে গেলেও সেখানে নয় দিন কাজ করানো হয়। এরপর টাকা চাইতে গেলে দায় এড়াতে চায় জয়।