বাংলা হান্ট ডেস্কঃ মন্ত্রীর বিরুদ্ধে বড় অঙ্কের ঘুষ চাওয়ার অভিযোগ তুলে শিরোনামে আসেন তিনি আর এর কিছুদিনের মধ্যেই হোটেল থেকে সেই ব্যক্তির দেহ উদ্ধার এর ফলে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে বিজেপি শাসিত রাজ্য কর্ণাটকে। রাজ্যের গ্রামীণ উন্নয়ন এবং পঞ্চায়েত মন্ত্রী ঈশ্বরাপ্পার বিরুদ্ধে বড় অঙ্কের ঘুষ চাওয়ার অভিযোগ তোলেন বেলাগাভি অঞ্চলের বাসিন্দা সন্তোষ পাটিল। আর তার কিছুদিনের মধ্যেই পেশায় কন্ট্রাক্টর সন্তোষের দেহ মঙ্গলবার উদ্ধার করা হয় উদুপির একটি হোটেল থেকে। প্রাথমিকভাবে একে আত্মহত্যার ঘটনা বলা হলেও বর্তমানে রাজ্যের বিরোধী দলগুলি ঈশ্বরাপ্পার পদত্যাগ দাবি করে সরব হয়েছে।
ঘটনার সূত্রপাত ঘটে যখন কিছুদিন পূর্বে সন্তোষ অভিযোগ করেন যে, একটি বরাতের ভিত্তিতে কাজ শেষ করার পর তাঁর পারিশ্রমিকের প্রায় 40 শতাংশ ঘুষ চাওয়া হয় মন্ত্রীর তরফ থেকে। এবং এরপরেই সেই অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি নেতা সন্তোষের বিরুদ্ধে মানহানির মামলাও দায়ের করেন। এসব বিতর্কের মাঝে সন্তোষের অস্বাভাবিক মৃত্যু বেশ কয়েকটি রহস্যের জন্ম দিয়েছে।
পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার বেসরকারি হোটেল থেকে উদ্ধার করা হয় সন্তোষের দেহ। জানা যাচ্ছে, আত্মঘাতী হওয়ার আগে সন্তোষ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের কাছে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠান যেখানে তিনি তাঁর আত্মহত্যার জন্য মন্ত্রী ঈশ্বরাপ্পাকে দায়ী করেন। ফলে বিষয়টি সামনে আসার পর বিজেপি মন্ত্রীর পদে থাকার বিরুদ্ধে জোরদার সওয়াল শুরু করে বিরোধীরা।
এদিন কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা মৃত সন্তোষের স্ত্রী-এর একটি হোয়াটসঅ্যাপ মেসেজ টুইট করেন, যেখানে ‘সেই মহিলা ঘুষের টাকা জোগাড় করতে তিনি তাঁর গয়না বিক্রি করতে বাধ্য হয়েছেন’ বলে উল্লেখ করেন। আর এর পরেই সুরজেওয়ালা সরাসরি বিজেপি সভাপতি জে পি নাড্ডার দিকে কটাক্ষ ছুড়ে দেন। পরবর্তীতে আসরে নেমে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাইয়ের বিরুদ্ধে তোপ দেগেছেন।
Dear Friends of the BJP,
At least show guts to speak for a fellow BJP worker !
The wife of BJP Worker, Late Santosh Patil is crying & telling how she had to sell her jewellery to fulfil the insatiable lust of Corruption.
Will sh. J.P.Nadda speak up? pic.twitter.com/nC1t6RpV9V
— Randeep Singh Surjewala (@rssurjewala) April 12, 2022
এ বিষয়ে অবশ্য ঈশ্বরাপ্পা জানিয়েছেন, “ইস্তফার কোন প্রশ্নই ওঠে না। সন্তোষ পাটিলের বিরুদ্ধে যে মামলা আমি করেছি, তার রায়ের জন্য অপেক্ষা করতে হবে আমাদের। আমি স্পষ্ট করে দিতে চাই বিষয়টির সঙ্গে আমি জড়িত নই। মামলা দায়ের করার পর আমার তরফ থেকে সন্তোষের কাছে একটি নোটিশ পাঠানো হয়েছিল আর এখন আমি আপনাদের থেকে জানতে পারছি যে তিনি আত্মঘাতী হয়েছেন। এর বাইরেও আমার আর কিছু জানা নেই।”