ফ্লাইওভারের উপরে উঠে নোটের বৃষ্টি করালেন ব্যক্তি! টাকা কুড়োতে হুড়হুড়ি, ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক : গুজরাটের পরে এবার কর্ণাটকের বেঙ্গালুরু (Bengaluru)! ভিডিওর (Video) সৌজন্যে পরিস্কার দেখা যাচ্ছে, এক ব্যক্তি একটি ফ্লাইওভার (Flyover) থেকে ১০টাকার নোট (note) উড়িয়ে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ার (Social media) দৌলতে একটি ভিডিও প্রকাশ্যে আসার পরেই জানা গিয়েছে মঙ্গলবার কেআর মার্কেট ফ্লাইওভার থেকে এক অজানা ব্যক্তি এইভাবে নোট বর্ষণ করেন।

স্বাভাবিকভাবেই এই নোট সংগ্রহ করতে স্থানীয় লোকজনের ভিড় বাড়তে থাকে এলাকায় এবং তার ফলে কিছুক্ষণের মধ্যে যানজটেরও সৃষ্টি হয়। তবে কেন এমন কাজ করলেন ওই ব্যক্তি, পুলিশের কাছেও সেই বিষয়ে কোন সুনির্দিষ্ট খবর নেই। জানা গিয়েছে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তদের খোঁজ শুরু করেছে।

পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরালও হয়েছে।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেলো যে এক অজানা ব্যক্তি একটি ১০ ​​টাকার নোট হাতে ধরে আছেন। তাঁর কাঁধে একটি ঝোলা ব্যাগ ও দেয়াল ঘড়িও ঝুলতে দেখা যায়। হাতে এই নোটগুলি নিয়ে তাকে ফ্লাইওভার থেকে ধীরে ধীরে একাধিক ১০টাকার নোট ওড়াতে দেখা যাচ্ছে।

এই ক্ষেত্রে, পশ্চিম বিভাগের ডিসিপি লক্ষ্মণ নিম্বার্গী বলেছেন যে বা যারা এই কাজের সাথে যুক্ত তাদের খুঁজে পাওয়া যায়নি এবং তারা এমনটা কেন করছে এটাও বোঝা যায়নি। তবে এ ব্যাপারে পুলিশ পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখছে। নগরবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তদের খোঁজার চেষ্টা চালাচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, এক মাস আগে গুজরাটেও এই ধরনের ঘটনা ঘটেছিল। গুজরাটের নবসারিতে একজন গুজরাটি লোকগায়ক কীর্তিদান গাধভি একটি ভজন পরিবেশন করেছিলেন। তাঁকে উদ্দেশ্যে করেও এইভাবে প্রায় ৪০ থেকে ৫০লক্ষ টাকার নগদ নোট বর্ষণ করে দেওয়া হয়েছিল।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X