বাংলাহান্ট ডেস্ক: আহমেদাবাদে (Ahmedabad) অরিজিৎ সিংয়ের (Arijit Singh) কনসার্টে চরম বিশৃঙ্খলার অভিযোগ। অতিরিক্ত জনসমাগমে অনুষ্ঠানে প্রায় পদপিষ্ট হওয়ার পরিস্থিতি হয়েছিল বলে খবর। এমনকি কয়েকজনের আহত হওয়ারও খবর পাওয়া গিয়েছে। বিষয়টা নিয়ে অবশেষে মুখ খুলল অরিজিতের টিমের এক সদস্য।
দেশ জুড়ে বিভিন্ন শহরে ঘুরে গানের অনুষ্ঠান করছেন অরিজিৎ। তেমনি গত রবিবার আহমেদাবাদে ছিল কনসার্ট। স্বাভাবিক ভাবেই প্রিয় গায়ককে দেখতে নেমেছিল জনতার ঢল। কিন্তু অভিযোগ ওঠে খারাপ ম্যানেজমেন্টের। অরিজিৎকে দেখতে এসে একাধিক অনুরাগী নাকি পদপিষ্ট হয়ে আহত হয়েছেন।
বিষয়টা নিয়ে বিতর্ক বাড়তেই মুখ খুললেন অরিজিতের টিমের এক সদস্য আজহার শেখ। বিশৃঙ্খলার অভিযোগ উড়িয়ে তিনি দাবি করেন, এমন কোনো ঘটনাই ঘটেনি। পুরো অনুষ্ঠানটাই খুব সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে, যেমন ভাবে পরিকল্পনা করা হয়েছিল। তিনি আরো বলেন, কোনো রকম পদপিষ্ট হওয়ার ঘটনাই ঘটেনি।
উল্লেখ্য, অরিজিৎ সিংয়ের আহমেদাবাদের কনসার্টে পদপিষ্ট হওয়ার ঘটনা সোশ্যাল মিডিয়াতেও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একজন একটি ছবি শেয়ার করে বিষ্ফোরক দাবি করেছিলেন। জনৈক নেটনাগরিক তাঁর বন্ধুর একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি দাবি করেন, অরিজিতের কনসার্ট দেখতে গিয়ে গুরুতর ভাবে আহত হয়েছেন তাঁর এক বন্ধু। এর জন্য পায়ে অস্ত্রোপচারও করাতে হয়েছে তাঁকে।
@arijitsingh look what the mismanagement at the Ahmedabad concert has caused us! A friend is going under a surgery right now due to poor management. Zero support from the crew, post this disastrous incident. @GypsyEvents @IndiaToday #ArijitSinghLive pic.twitter.com/xFMCij7fku
— Prasang Saraf (@Sarafprasang) December 25, 2022
সঙ্গে তিনি এও দাবি করেন, ঘটনাটা ঘটার পর ম্যানেজমেন্ট টিমের তরফে কোনো সাহায্যই পাওয়া যায়নি। অভিযোগ সত্ত্বেও গায়কের টিম নিজেদের বক্তব্য থেকে নড়েনি। তাদের তরফে সাফ জানানো হয়েছে, এমন কোনো ঘটনা ঘটেনি। যা বলা হয়েছে যে পায়ে সেলাই পড়েছে এমন কিছুই হয়নি। অরিজিতের তরফে এ বিষয়ে কোনো মন্তব্য অবশ্য করা হয়নি এখনো পর্যন্ত।