বাংলাহান্ট ডেস্ক: বিয়ে এমন দিনে করা উচিত, যাতে তারিখ কেউ না ভোলে। অভিনেত্রী মানালি মনীষা দে-ও (Manali Manisha Dey) এই কথাতেই বিশ্বাসী। সহ অভিনেত্রীকে পরামর্শ দিয়েছিলেন, এমন দিনে বিয়ে করতে যাতে ছুটি বাঁধাধরা থাকে। অভিনেতা অভিনেত্রীদের জীবন ব্যস্ততায় ভরা। ছুটির খোঁজে সকলেই হা পিত্যেশ করে থাকেন। তাই বুদ্ধি খাটিয়ে এমন বিয়ের দিন বাছা।
স্বাধীনতা দিবসের দিন বিয়ে করেছিলেন মানালি এবং পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়। তাও আবার করোনার সময়ে। ২০২০ সালে দুজনে যখন আইনি বিয়ে সারেন, করোনা তখন শীর্ষে। পরিবার ও বন্ধুদের নিয়ে ছোট অনুষ্ঠান করেছিলেন দুজনে। সামাজিক বিয়েতেও ধুমধাম হয়নি তেমন। দু বছর পর গোটা দেশ যখন স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপনে ব্যস্ত, মানালি অভিমন্যু তখন নিজেদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী পালন করছেন।
সংবাদ মাধ্যমের কাছে সেই কথাই বললেন মানালি। ভাবনা চিন্তা করেই এমন অদ্ভূত বিয়ের দিন ঠিক করেছিলেন তাঁরা। স্বাধীনতা দিবসে এমনিই ছুটি থাকে। কারোর কাছে ছুটির জন্য তদ্বির করতে হবে না। তাই এই দিনেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মানালি অভিমন্যু। কিছুদিন আগেই ‘ধুলোকণা’র আউটডোর শুটিংয়ে পুরী গিয়েছিল মানালি সহ সিরিয়ালের গোটা টিম।
এখন অবশ্য পুরী থেকে কলকাতায় ফিরে এসেছেন মানালিরা। শুটিং নেই এদিন। তাই দুই পরিবারের সঙ্গেই দিনটা উদযাপন করেছেন তাঁরা। আর সেলিব্রেশন মানেই খাওয়া দাওয়া তো থাকবেই। মানালি জানান, তাঁর আর অভিমন্যুর দুজনেরই প্রিয় বিরিয়ানি। এটা ছাড়া কোনো উদযাপনই তাঁদের সম্পূর্ণ হয় না।
রেজিস্ট্রির ঘরোয়া অনুষ্ঠানে অতিথির সংখ্যা ছিল হাতে গোনা। ছিলেন মানালির বাবা, দাদু ও অভিমন্যুর বাবা। অভিমন্যুর মা মুম্বইতে থাকায় সেদিন আসতে পারেননি। পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে অনেক দিনেরই প্রেম মানালির।
সপ্তকের সঙ্গে প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর অভিমন্যুর সঙ্গে পরিচয় হয় তাঁর। সেই থেকে বন্ধুত্ব, তারপর প্রেম। সম্পর্ক কোনও দিনই লুকিয়ে রাখেননি মানালি অভিমন্যু। রেজিস্ট্রি বিয়ের পরের মাসেই অনুষ্ঠান করে সামাজিক রীতিতে বিয়ে করেন দুজনে।