বারো মাসে তেরো পার্বণ, শ্বশুরবাড়ি আসার আনন্দে দ্বিতীয় বার বিবাহবার্ষিকী পালন মানালি-অভিমন‍্যুর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কথায় বলে, হুজুগে প্রিয় বাঙালি। না, এ তকমা মোটেই অপমানকর নয়। বাঙালি বছরভর সেলিব্রেশনে মাততে ভালবাসে। আনন্দে, হইহই করে দিন কাটাতে ভালবাসে। এদিক থেকে একেবারে খাঁটি বাঙালি অভিনেত্রী মানালি দে (manali dey)। নাহলে পরপর দু বার বিবাহ বার্ষিকী পালন করে কেউ!

গত ১৫ অগাস্ট প্রথম বছরের বিবাহ বার্ষিকী পালন করেছিলেন মানালি এবং পরিচালক অভিমন‍্যু মুখোপাধ‍্যায় (abhimanyu mukherjee)। তারপর এক মাস কাটতে না কাটতেই আবারো বিবাহ বার্ষিকী সেলিব্রেশনের সুখবর দিলেন দুজনে। ব‍্যাপারটা কী? আসলে ১৫ অগাস্টই অভিমন‍্যু মানালির বিয়ের তারিখ। গত বছ‍র করোনা আবহে এদিনই বিয়ের পিঁড়িতে বসেছিলেন তাঁরা। তাই আনুষ্ঠানিক ভাবে ওটাই তাঁদের বিয়ের তারিখ।


তবে দ্বিতীয় বিবাহ বার্ষিকী পালনের কারণ কী? আসলে এদিন বিয়ের পর প্রথম বার শ্বশুরবাড়িতে এসে ওঠেন মানালি। এদিনই হয় সামাজিক বিয়ের অনুষ্ঠান  তাই এটা বাড়ি ট্রান্সফার অ্যানিভার্সারিও বলা যেতে পারে। রীতিমতো সোশ‍্যাল মিডিয়ায় অভিমন‍্যুর সঙ্গে ছবি শেয়ার করে, কেকে কেটে বিবাহ বার্ষিকী পালন করেছেন অভিনেত্রী। ক‍্যাপশনে লিখেছেন, ‘একটু ভালবাসা আর তোমার বাড়ি আসা।’

https://www.instagram.com/p/CUDfKJksXAS/?utm_medium=copy_link

গত বছরের ১৫ ই অগাস্ট পরিচালক অভিমন‍্যুর সঙ্গে রেজিস্ট্রি সেরেছিলেন মানালি। ঘরোয়া অনুষ্ঠানে অতিথির সংখ‍্যা ছিল হাতে গোনা। ছিলেন মানালির বাবা, দাদু ও অভিমন‍্যুর বাবা। অভিমন‍্যুর মা মুম্বইতে থাকায় সেদিন আসতে পারেননি। পরিচালক অভিমন‍্যু মুখোপাধ‍্যায়ের সঙ্গে অনেক দিনেরই প্রেম মানালির। সপ্তকের সঙ্গে প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর অভিমন‍্যুর সঙ্গে পরিচয় হয় তাঁর। সেই থেকে বন্ধুত্ব, তারপর প্রেম। সম্পর্ক কোনও দিনই লুকিয়ে রাখেননি মানালি অভিমন‍্যু।

পরের মাসে এদিন অভিমন‍্যুর বাড়িতেই আনুষ্ঠানিক ভাবে বিয়ে সারেন এই যুগল। তবে করোনা পরিস্থিতিতে একেবারেই ঘরোয়া ভাবে হয়েছিল বিয়ের আয়োজন। তাও শুধু মালাবদল ও সিঁদুরদান। সামাজিক দূরত্ব বজায় রাখতে আইবুড়োভাত বা গায়ে হলুদ কোনো অনুষ্ঠানই করেননি মানালি অভিমন‍্যু।

X