কাজের মেয়ে বনাম গাড়ি চালক, নতুন জুটি বেঁধে ‘ধুলোকণা’ নিয়ে ফিরছেন মানালি

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক নতুন সিরিয়াল (serial) উপহার দিয়েই চলেছে স্টার জলসা (star jalsha)। শীঘ্রই টিভিতে আসছে মন ফাগুন ও শ্রীকৃষ্ণভক্ত মীরা। এর মাঝেই চ‍্যানেলে নতুন প্রোমো ‘ধুলোকণা’র (dhulokona)। ‘খড়কুটো’র লেখিকা লীনা গঙ্গোপাধ‍্যায়ের কলম থেকেই জন্ম এই নতুন ধারাবাহিকের। আর এই ধারাবাহিকের হাত ধরেই আবার ছোট পর্দায় ফিরছেন মানালি দে (manali dey), সঙ্গী ইন্দ্রাশিস রায়।

ছোটপর্দায় তাঁর শেষ কাজ ‘নকশি কাঁথা’য় শবনম চরিত্রে। তারপর একটা লম্বা বিরতি নিয়েছিলেন। অতি সম্প্রতি রাজনীতিতেও যোগ দিয়েছেন। তারপরেই একটা গুঞ্জন উঠেছিল এসবের মাঝে অভিনয়টা চালিয়ে যেতে পারবেন তো মানালি? নতুন সিরিয়ালের এই প্রোমোই যাবতীয় উত্তর দিয়ে দিয়েছে।

IMG 20210513 160540
ধুলোকণায় ‘টুনি’ হয়ে ফিরছেন মানালি। তাঁর ভূমিকা একজন কাজের মেয়ের মেয়ের। তবে বাড়ির সদস‍্যদের কথায় টুনি আসলে ও বাড়ির ম‍্যানেজার। এই প্রথম ছোটপর্দায় মানালির সঙ্গে জুটি বাঁধছেন ইন্দ্রাশিস। তাঁর চরিত্রের নাম লালন ওরফে লাল। একাধারে তিনি গাড়ির চালক এবং র‍্যাপ গায়ক।

ম‍্যাজিক মোমেন্টস প্রযোজিত ধুলোকণার যে প্রোমো বেরিয়েছে তা দেখে বেশ স্পষ্ট খড়কুটোর মতো এই সিরিয়ালও বলবে একান্নবর্তী পরিবারের গল্প। তবে সবথেকে চমকের ব‍্যাপারটা হল এই সিরিয়ালের কেন্দ্রে কিন্তু টুনি বা লালন নয়। বরং মধ‍্যমণি একটি গাড়ি। পরিবারে নতুন গাড়ি কেনা হয়েছে। এদিকে নেই গ‍্যারেজ। অগত‍্যা উঠোনেই মশারি খাটিয়ে নতুন গাড়িকে ধুলোবালি থেকে রক্ষা করার ব‍্যবস্থা।

গাড়ির চালকের খোঁজ করায় হাজির হয় লালন ওরফে লাল। এদিকে তার সঙ্গে বাড়ির সদস‍্যদের কথাবার্তার মধ‍্যেই সেখানে উপস্থিত বাড়ির ‘ম‍্যানেজার’ টুনি। প্রথম থেকেই লালনের সঙ্গে তার একটা রেষারেষি ভাব। চ‍্যালেঞ্জ জানিয়ে বলেই দেয়, “আমিও দেখবো কতদিন টেকে নবাবপুত্তুর”।

https://www.instagram.com/tv/COxUGntBiP3/?igshid=z6bz1iup0b8v

মানালি, ইন্দ্রাশিস ছাড়াও সিরিয়ালে রয়েছেন শঙ্কর চক্রবর্তী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, বাদশা মৈত্র, ময়না মুখোপাধ্যায়, মৈনাক বন্দ্যোপাধ্যায়। ছোটপর্দায় ইন্দ্রাশিসের শেষ কাজ প্রেমের কাহিনীতে। এবার দেখার অপেক্ষা বাড়ির ‘ম‍্যানেজার’ ও গাড়ি চালকের রসায়ন কেমন জমে।

Niranjana Nag

সম্পর্কিত খবর