কেউ দুটো কেউ তিনটে, লজ্জা শরম ভুলে একাধিক বিয়ে করেছেন তলিউদের এই ৫ তারকা

বাংলা হান্ট ডেস্ক: বাংলা ধারাবাহিক (Bengali Serial) মানেই নায়ক নায়িকাদের একাধিক প্রেম, বিয়ে, পরকীয়া! এই নিয়ে দর্শকরা একপ্রকার তিতিবিরক্ত বললেও কম বলা হয়। আর রোজদিন এসব দেখতে কারই বা ভালো লাগে। যে কারণে সোশ্যাল মিডিয়াতেও মাঝে সাজে আওয়াজ তোলে মানুষ। তবে অনেকেই হয়ত জানেননা রিল লাইফের মত রিয়েল লাইফেও একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন বেশকিছু টেলি তারকা। আজকের প্রতিবেদনে তাদের সাথেই পরিচয় করাবো পাঠকদের।

গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) : গৌরব চট্টোপাধ্যায়ের বর্তমান পরিচিতি ঋদ্ধিমান সিংহরায় হিসেবে। অনেকেই হয়ত জানেননা যে, এই অভিনেতাও মোট দু’বার বিয়ে করেছেন। প্রথমে বিয়ে করেন অনিন্দিতা বোসকে, এরপর সেই বিয়ে ভেঙে গেলে তিনি বিয়ে করেন দেবলীনা কুমারকে।

lockdown diary 35

মানালি দে (Manali Dey) : চর্চিত ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’য় শিমুল চরিত্রে অভিনয় করছেন মানালি দে। এই অভিনেত্রীও বাস্তব জীবনে দু’বার বিয়ে করেছেন। প্রথমবার তার বিয়ে হয় গায়ক সপ্তক ভট্টাচার্যের সঙ্গে। সেই বিয়ে ভেঙে গেলে তিনি বাধা পড়েন পরিচালক অভিমন্যুকে।

untitled design 2023 03 20t145730.926

অনিন্দিতা বোস (Anindita Bose) : বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত নাম হল অনিন্দিতা বোস। তিনিও মোট দু’বার বিয়ে করেছেন। যদিও তার কোনও বিয়েই টেকেনি। অনিন্দিতা প্রথমবার বিয়ে করেন গৌরব চ্যাটার্জিকে। সেই বিয়ে ভেঙে গেলে তিনি ঘর বাঁধেন মানালির বর্তমান স্বামী অভিমন্যুর সাথে। এই সম্পর্কও টেকেনি। এরপর একটা লম্বা সময় তিনি সম্পর্কে ছিলেন অভিনেতা সৌরভ দাসের সঙ্গে। বর্তমানে সেই সম্পর্কেও ইতি পড়েছে।

b46ce7b3 9bce 491b a6a0 186df4d99661

ভরত কৌল (Bharat Kaul) : বর্ষীয়ান অভিনেতা ভরত কৌলকে কে না চেনে না। কেরিয়ারের প্রথমার্ধে তিনি চুটিয়ে সিনেমায় কাজ করেছেন। আর এখন তিনি পুরোদস্তুর ছোটপর্দার অভিনেতা। এই অভিনেতা প্রথমে বিয়ে করেন অনুশ্রী দাসকে। সেই সম্পর্ক ভেঙে গেলে তিনি বিয়ে করেন জয়শ্রী মুখোপাধ্যায়কে। বর্তমানে সুখী গৃহকোণ তার।

ইন্দ্রনীল মল্লিক (Indranil Mullick) : ইন্দ্রনীলকে এখন দেখা যাচ্ছে জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়ালে শতদ্রুর ভূমিকায়। এই অভিনেতা প্রথমে বিয়ে করেছিলেন অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্যকে। তবে সেই সম্পর্ক ভেঙে গেলে তিনি বিয়ে করেন অভিনেত্রী সায়ন্তনী মল্লিককে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর