বাংলাহান্ট ডেস্ক: গত মাসেই সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী মানালি মনীষা দে (manali dey) ও পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায় (abhimanyu mukherjee)। নিজে শাঁখ বাজিয়ে স্ত্রীকে বাড়িতে বরণ করেও তোলেন। সেই ঘরোয়া বিয়ের অনুষ্ঠানের ছবি (photo), ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
বিয়ের পর এক মাস কেটে গিয়েছে মানালির। দ্বিতীয় বিয়ে হলেও অভিমন্যুর সঙ্গে এটাই বিয়ের পর প্রথম পুজো তাঁর। তাই সব দিক থেকেই এই পুজোটা স্পেশাল। তবে করোনা আবহে চুটিয়ে পুজোটা উপভোগ না করা হলেও দুই পরিবারের সঙ্গে বেশ ভালই সময় কাটিয়েছেন মানালি ও অভিমন্যু।
পুজোর দিনগুলোয় আলাদা আলাদা সাজের ছবি আগেই পোস্ট করেছেন অভিনেত্রী। এবার দশমীর লুকও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন তিনি। এদিন লাল টুকটুকে শাড়িতে সেজেছিলেন মানালি। সঙ্গে মানানসই গয়না, খোঁপায় ফুল, সিঁথিতে চওড়া করে সিঁদুর। অভিমন্যুর পরনে ছিল সাদা পাঞ্জাবি।
অভিমন্যুর পাশাপাশি দুই পরিবারের সব সদস্যদের সঙ্গেও ছবি তোলেন তিনি। উজ্জ্বল হাসি যেন মানালির সৌন্দর্য্য আরো বাড়িয়ে তুলেছে। ইতিমধ্যেই ৮ হাজারের বেশি লাইক পড়ে গিয়েছে এই ছবিগুলিতে।
https://www.instagram.com/p/CG1mEV2HIur/?igshid=1olv9opc63l3t
১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে আইনি মতে বিয়ে সারেন অভিনেত্রী মানালি মনীষা দে ও পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক বিয়েটা। গত ২১ সেপ্টেম্বর চার হাত এক হয় এই অভিনেত্রী ও পরিচালক জুটির। অভিমন্যুর বাড়িতেই আনুষ্ঠানিক ভাবে বিয়ে সারেন এই যুগল।
তবে বর্তমান করোনা পরিস্থিতিতে একেবারেই ঘরোয়া ভাবে হয়েছিল বিয়ের আয়োজন। তাও শুধু মালাবদল ও সিঁদুরদান। সামাজিক দূরত্ব বজায় রাখতে আইবুড়োভাত বা গায়ে হলুদ কোনো অনুষ্ঠানই করেননি মানালি অভিমন্যু।
বিয়েতে উপস্থিত ছিলেন দুজনের পরিবারের সদস্যরা ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। বিয়েতে শাশুড়ির কাছ থেকে একটি সুন্দর গোলাপি রঙের শাড়ি উপহার পেয়েছিলেন মানালি। সেই শাড়ি পরেই বিয়ে সারেন অভিনেত্রী। অভিমন্যু উপহার ছিল একটি হিরের আংটি। বিয়ের মেনুতে এদিন ছিল মাটন বিরিয়ানি ও মাটন কষা।