টপলেস, উপরে নেই এক টুকরো কাপড়! TRP টপার হতেই নয়া অবতারে মানসী

বাংলাহান্ট ডেস্ক : ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকটি বর্তমানে বেশ জনপ্রিয়। জি জি বাংলায় পরপর দুসপ্তাহ বেঙ্গল টপার এই ধারাবাহিক। জগদ্ধাত্রীকে পিছনে ফেলে এখন প্রথম স্থান দখল করেছে পর্ণা। তবে এবারের প্রথম নয়, এর আগেও দুবার টিআরপি প্রথম তকমা পেয়েছিল। এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মানসী সেনগুপ্ত।

তাকে দেখা যাচ্ছে সৃজনের বড় বউদি মৌমিতার চরিত্রে। রক্ষণশীল দত্ত বাড়ির বড় বউয়ের ভূমিকায় অভিনয় করছেন। শাড়ি-সিঁদুর-শাখা পলায় একেবার পারফেক্ট বাঙালি বাড়ির গৃহবধূ মানসী সেনগুপ্ত। তবে ‘নিম ফুলের মধু’তে মানষী সেনগুপ্ত নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন। নেগেটিভ চরিত্রে অভিনয় করলেও মানসীকে বেশ পছন্দ করেন দর্শকেরা। 

আরোও পড়ুন : ইতিহাসের সাক্ষী হতে ভোর থেকেই লাইন! যাত্রী নিয়ে ছুটল দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো

তবে পর্দার মৌমিতাকে অর্থাৎ মানষীকে বাস্তবের রূপ দেখলে চক্ষু ছানাবড়া হবার যোগাড়। রিল আর রিয়েলের পার্থক্য যে আকাশ-পাতাল তা একদম স্পষ্ট হয়ে যাবে। খোলামেলা পোশাকে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। এবার আরও একধাপ এগিয়ে গেলেন।

আরোও পড়ুন : IIT, IIM ছেড়ে এবার TATA’র নজরে বাংলার ডিগ্রী কলেজ! ৩২ জন পড়ুয়া পেলেন প্রচুর মাইনের চাকরি

নিম ফুলের মধু বেঙ্গল টপার হতেই ক্যামেরার সামনে টপলেস মানসী।শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় মানসী একটি ছবি পোস্ট করেছেন। ছবি শেয়ার করতেই ভাইরাল সেই জায়গাটা। বাঙালি অভিনেত্রীর বোল্ডনেস দেখে থ নেটাগরিগকরা। শরীরের উপরের অংশে একটুকড়োও সুতো নেই। ক্যামেরার সামনে বোল্ডনেসের সীমা অতিক্রম করলেন পর্নার জা!

screenshot 2024 03 15 18 33 54 86 40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

পড়নে রয়েছে শুধুমাত্র জিন্সের প্যান্ট। হাতে ধরে লাল সাদা এক গোছা ফুল। তাতেই শরীরের উপরের অংশের লজ্জা নিবারণ করেছেন অভিনেত্রী। খোলা গা, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক আর খোলা চুলে আবেদনময়ী মানসীর নেশায় বুঁদ নেটপাড়া। তবে কিন্তু এই প্রথমবার নয়, এর আগেও হট এন্ড বোল্ড লুকে নেট পাড়ায় উঁকি দিয়েছেন মানসী।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর