বড়সড় রদবদল, আচমকাই সিরিয়াল থেকে সরে এলেন ঊর্মির ‘ছোট ঠাম্মি’ মানসী সিনহা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সিরিয়ালে আবারো বদলে যাচ্ছে চরিত্রের মুখ। এতদিন ধরে অভিনয় করা চরিত্র থেকে সরে দাঁড়াচ্ছেন অভিনেত্রী মানসী সিনহা (Manasi Sinha)। অবশ‍্য তাঁকে দর্শকরা এখন বেশি চেনেন ঊর্মির ‘ছোট ঠাম্মি’র নামে। জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoy) সিরিয়ালে বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। দর্শকদের খুবই পছন্দের চরিত্র ঊর্মির ছোট ঠাম্মি।

তবে চিন্তার কারণ নেই। এই সিরিয়ালকে বিদায় জানাচ্ছেন না মানসী। আসলে এই পথ যদি না শেষ হয় সিরিয়ালের পাশাপাশি আরো একটি সিরিয়ালে দেখা যাচ্ছে তাঁকে। সান বাংলার ‘কন‍্যাদান’এ মন্দিরা দেবীর চরিত্রে অভিনয় করছিলেন তিনি। কিন্তু এবার থেকে মানসীর বদলে ওই চরিত্রে দেখা যাবে অভিনেত্রী স্বাগতা মুখোপাধ‍্যায়কে।

হঠাৎ কন‍্যাদানকে বিদায় জানানোর সিদ্ধান্ত কেন মানসীর সেটা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, সম্ভবত অন‍্য কোনো সিরিয়ালে অভিনয়ের প্রস্তাব পাওয়ার জন‍্যই এই সিরিয়াল থেকে সরে দাঁড়ালেন মানসী। এছাড়া এই পথ যদি না শেষ হয় তে ছোট ঠাম্মির চরিত্রটি তো রয়েছেই।

জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালে ঊর্মি সাত‍্যকির ছোটঠাম্মির চরিত্রে অভিনয় করছেন তিনি। তাঁর অভিনয় বরাবরই বেশ পছন্দ দর্শকদের। এর আগে ‘দাদাগিরি’তে এসে মানসী জানিয়েছিলেন, তাঁর চরিত্রটি একাধারে যেমনি মজার তেমনি দায়িত্বশীলও বটে।

ছোটদের সঙ্গে যেমন তাদের মতো করে মিশে যেতে পারেন, হাসিমজা করেন। তেমনি বিপদের সময়ে ঢাল হয়ে আগলান গোটা পরিবারকে। যৌথ পরিবারের অন‍্যতম গুরুজন হওয়ায় যথেষ্ট দায়িত্ববান চরিত্র তাঁর। আর মানসীর অভিনয় গুণে দর্শকরাও ভালবেসে ফেলেছেন ছোট ঠাম্মিকে।

X