বিহারে বন্দুক তৈরির কারখানা! প্রশাসনিক বৈঠকে ট্রেনে কড়া নাকা চেকিংয়ের পরামর্শ মুখ্যমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলায় প্রশাসনিক বৈঠক করেন। সেখানে পুলিশকে অস্ত্র পাচারে নজর রাখতে ট্রেনে নাকা চেকিংয়ের নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। চুরি, ছিনতাই নিয়ে রেল পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দিয়ে জিআরপি–কে আরও সক্রিয় করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি এলাকায় চুরি-ছিনতাই বেড়েছে কিনা এই নিয়ে আইসিকে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। তিনি জানতে চান, আপনি এলাকায় ভ্যান নিয়ে ঘোরেন? নাকা চেকিং করেন? আপনার সিসিটিভি কটা জায়গায় আছে? আইসি জানান, ১০টা জায়গায় নাকা চেকিং চলছে অপরাধীদের ধরতে। এলাকায় মোট ১০৪টা সিসিটিভি আছে। আরও কিছু সিসিটিভি লাগানোর পরিকল্পনা আছে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী এরপর জানতে চান, সিসিটিভিগুলি সক্রিয় তো? তিনি আরও জানতে চান, আরও সিসিটিভির প্রয়োজন কি না  সেই সঙ্গে জানিয়ে দেন, প্রয়োজনে আরও সিসিটিভির ব্যবস্থা করা হবে।

   

মুখ্যমন্ত্রী বলেন, খড়গপুর খুবই স্পর্শকাতর এলাকা। আর বর্ডার এরিয়ার সমস্যা হচ্ছে, বাইরে থেকে লোক আসছে। ২ হাজার টাকা করে বন্দুক কিনে আনছে। আর একটা করে গুলি চালিয়ে খবর হয়ে পালিয়ে যাচ্ছে। এটা ইদানিং হঠাৎ করে বেড়েছে। কারণ বিহারে বন্দুক তৈরির কারখানা রয়েছে। ঝাড়খন্ড বর্ডার রয়েছে। ওখান থেকে লোক এসে এসব করে বেড়ায়। আমি যখন রেলমন্ত্রী ছিলাম, তখন ধরেছিলাম কারখানাটা।

উল্লেখ্য, মঙ্গলবার তিনদিনের জেলা সফরে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সফরে রয়েছেন তিনি। প্রশাসনিক বৈঠক ছাড়াও তিনি দলীয় কর্মীসভা করবেন। মঙ্গলবার প্রথমে মেদিনীপুরে যান মুখ্যমন্ত্রী। সেখানে প্রশাসনিক বৈঠক করেন। পরেরদিন অর্থাৎ বুধবার মেদিনীপুরেই কর্মীসভা করবেন। ওই দিনই ঝাড়গ্রামে প্রশাসনিক সভাও করবেন মুখ্যমন্ত্রী । বৃহস্পতিবার সেখানে কর্মীসভা করে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর