বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল নর্থ লন্ডনে ইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্সেনালের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় পেয়েছে গানার্সরা। এটি ছিল ইপিএলে চলতি মরশুমে তাদের দ্বিতীয় সাক্ষাৎ। প্রথম ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেড বাজি মেরেছিল এবং চলতি ইপিএলে এখনও অবধি মিখায়েল আর্তাতের দল ওই একটিই ম্যাচ হেরেছে।
আগামীকাল র্যাশফোর্ড এবং আর্জেন্টিনার প্রতিভাবান ডিফেন্ডার লিজান্দ্রো মার্টিনেজ দুবার ম্যানচেস্টার ইউনাইটেডকে সমতায় ফিরিয়েছিল, কিন্তু লাভ হয়নি। ইংল্যান্ডের তরুণ ফরোয়ার্ড বুকায়ো সাকার গোল এবং আরেক তরুণ তারকা এডি এনকেটিয়ার জোড়া গোলে ভর করে হাড্ডাহাড্ডি ম্যাচে ৩ পয়েন্ট অর্জন করেছে তারা। কাল ম্যানচেস্টার সিটি, উলভসের বিরুদ্ধে হাল্যান্ডের হ্যাটট্রিকে ভর করে অসাধারণ জয় পাওয়া সত্ত্বেও আর্সেনাল এক ম্যাচ কম খেলে ৫ পয়েন্টে এগিয়ে রয়েছে।
অপরদিকে কাল সৌদি আরবের লিগে নিজের এশিয়ান ফুটবলের যাত্রা শুরু করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নিজের প্রথম ম্যাচেই অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন পর্তুগিজ মহাতারকা। আল ইট্টিফাকের বিরুদ্ধে ওই ম্যাচে রোনাল্ডোর আল নাসের জয় পেয়েছে ১-০ ফলে। ১৪ ম্যাচ খেলে রোনাল্ডোর দল ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে।
পর্তুগিজ মহতারকা নিজে গোল পাননি। কিন্তু তার ফুটবলে সেই আগের মত ঝাঁঝ দেখা গিয়েছে। দু একবার পায়ের কাজে প্রতিপক্ষ ডিফেন্ডারদের নাস্তানাবুদ করেছেন সিআরসেভেন। গতকাল গোল না পেলেও ভবিষ্যতে তার পা থেকে গোল আসবে এমনটা আশা করাই যায়। নিজে গোলে খুব বেশি শর্ট নেওয়ার সুযোগ পাননি কিন্তু নিজের সতীর্থদের জন্য বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন পর্তুগিজ তারকা।
গতকাল রিয়াল মাদ্রিদ লা লিগায় অ্যাটলেটিকো বিলবাওয়ের বিরুদ্ধে ম্যাচে জয় ফিরেছে। ২-০ ফলে অ্যাওয়ে ম্যাচে জয় পেয়েছে কার্লো আনসেলোত্তীর দলের। গোল পেয়েছেন করিম বেনজেমা ও টনি ক্রুজ। অসাধারণ ফুটবল খেলেছেন ফেডে ভালভার্ডে। তবে বার্সেলোনার থেকে এখনও ৩ পয়েন্টে পিছিয়ে রয়েছে তারা।