ভেজা শাড়িতে নেচে তুফান তুলেছিলেন, ২৬ বছর পর বলিউডে ফিরছেন ‘রাম তেরি গঙ্গা মইলি’র মন্দাকিনী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মন্দাকিনীকে (Mandakini) মনে আছে নিশ্চয়ই। ‘রাম তেরি গঙ্গা মইলি’তে রাজীব কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। ১৯৮৫ সালের ছবিতে ভেজা সাদা শাড়িতে তাঁর নাচ ঝড় তুলেছিল দর্শকদের হৃদয়ে। পরবর্তীকালে একাধিক ছবিতে অভিনয় করলেও মন্দাকিনীর ওই ‘সাহসী’ রূপটাই বেশি আইকনিক হয়ে থেকে গিয়েছে।

বহু বছর হয়ে গেল শোবিজ দুনিয়াকে বিদায় জানিয়েছেন মন্দাকিনী। মন দিয়েছিলেন সংসারে। তবে এবারে ছেলের ডাকেই আবারো ক‍্যামেরার সামনে ফিরছেন ‘গঙ্গা সিং’। দীর্ঘ ২৬ বছর পর ছেলে রাব্বিল ঠাকুরের মিউজিক ভিডিওর মাধ‍্যমে অভিনয় ইন্ডাস্ট্রিতে কামব‍্যাক করছেন তিনি।


মিউজিক ভিডিওটির পরিচালনা করছেন সাজন আগরওয়াল। সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমকে বর্ষীয়ান অভিনেত্রী জানান, অভিনয়ে ফিরে তিনি খুশি। গানের নাম ‘মা ও মা’। নাম শুনেই স্পষ্ট মা ও তার ভালবাসাকে নিয়েই লেখা হয়েছে গানটি। মন্দাকিনীর কথায়, “সবথেকে ভাল ব‍্যাপারটা হল আমার ছেলে এখানে মুখ‍্য ভূমিকায় রয়েছে।”

এই মিউজিক ভিডিওর মাধ‍্যমেই অভিনয়ে পা রাখছেন রাব্বিলও। গানের কথা লিখেছেন পরিচালক সাজন। সুর দিয়েছেন বাবিল হক ও মীরা এবং গানটি গেয়েছেন রিষভ গিরি। চলতি মাসের শেষেই শুটিং শুরু হবে বলে খবর। মন্দাকিনীর সঙ্গে কাজ করার বিষয়ে পরিচালক জানান, তাঁর বহু দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। এরপর একটি স্বল্প দৈর্ঘ‍্যের ছবিতেও মন্দাকিনীকে দিয়ে অভিনয় করানোর ইচ্ছা রয়েছে তাঁর।

বলিউডের বেশ প্রখ‍্যাত অভিনেত্রী ছিলেন মন্দাকিনী। ‘রাম তেরি গঙ্গা মইলি’তে তাঁর বোল্ড অবতার এখনও মনে গেঁথে রয়েছে সিনেপ্রেমীদের। কুখ‍্যাত ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে মন্দাকিনীর সম্পর্কের কথা অনেকেই জানেন। শোনা যায়, দাউদের জন‍্যই বহু ছবিতে কাজ পেয়েছিলেন তিনি। দুজনের সম্পর্ক বেশ কিছু বছর টিকেছিল।

রাম তেরি গঙ্গা মইলি ছাড়াও তেজাব, ডান্স ডান্স, কাহাঁ হ‍্যায় কানুন, লড়াই, নাগ নাগিনের মতো একাধিক ছবিতে অভিনয় করেছিলেন মন্দাকিনী। ১৯৯৬ সালে ‘জোরদার’ ছবিতে শেষ দেখা গিয়েছিল তাঁকে। ছবিতে ছিলেন গোবিন্দা, নীলম কোঠারি এবং আদিত‍্য পাঞ্চোলি।

সম্পর্কিত খবর

X