বাংলা হান্ট ডেস্ক: বিগত বেশ কিছু দিন ধরে রান্নার গ্যাসের ভর্তুকি (Subsidy) পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে বারবার বলা হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG Gas Cylinder) জন্য বায়োমেট্রিক প্রমাণিকরণ এর মাধ্যমে ই-কেওয়াইসি (EKYC) করানোর কথা। তবে এখনও পর্যন্ত এই ই-কেওয়াইসি করানোর জন্য কোন নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়নি কেন্দ্রীয় সরকার।
তাই রিপোর্ট অনুযায়ী এখনই বায়োমেট্রিক যাচাই না থাকলেও বন্ধ হবেনা ভুর্তুকি। তাই এখনও যারা ই-কেওয়াইসি করেননি আপাতত তাদের চিন্তার কোন কারণ নেই বলেই জানানো হয়েছে। জানা যাচ্ছে, গ্রাহকদের বাড়ি গিয়ে যখন ডেলিভারি কর্মীরা গ্যাস সিলিন্ডার ডেলিভারি করবেন তখন ডেলিভারি কর্মীরাও এই আধার যাচাই করে নিতে পারেন পারবেন।
তাছাড়া তেল সংস্থার তরফে জানানো হয়েছে, আধার লিঙ্ক করার জন্য খরচ করতে হবে না কোনও টাকাও। শুধু তাই নয় এখনকার এই ডিজিটার ইন্ডিয়ার যুগে ইন্ডিয়ান অয়েলের অ্যাপ ডাউনলোড করেও খুব সহজেই আধার যাচাই করে ইকেওয়াইসি করা যেতে পারে ৷
তবে কোনো গ্রাহক চাইলে তিনি নিজেও গ্যাস ডিলারের কাছে গিয়ে এলপিজি সিলিন্ডারের জন্য ই-কেওয়াইসি করাতে পারেন। সমস্ত গ্যাস ডিলারদেরই এই ই-কেওয়াইসি করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারের। তবে এলপিজি গ্যাস সিলিন্ডারের ই-কেওয়াইসি-এর জন্য প্রত্যেক গ্রাহককেই একটি ফর্ম ফিল আপ করতে হয়।
আরও পড়ুন: এক ঝটকায় বাতিল ৩৭ টি সম্প্রদায়ের OBC সার্টিফিকেট! তালিকা আসতেই মাথায় হাত এঁদের
সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। যার মধ্যে রয়েছে নাম, গ্রাহক নম্বর, স্বামী কিংবা বাবার নাম। এছাড়াও দিতে হবে ঠিকানার প্রমাণপত্র। এখানে ঠিকানার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, লিজ চুক্তি বা ভোটার আইডি কার্ডের মতো জরুরি নথি ছাড়াও পাসপোর্ট কিংবা রেশন কার্ডের জেরক্সও জমা দেওয়া যেতে পারে ।
প্রসঙ্গত ই-কেওয়াইসি করা থাকলে গ্রাহকের সমস্ত তথ্যইজমা থাকবে সরকারের কাছে। সিলিন্ডারের সঙ্গে বায়োমেট্রিক লিঙ্ক করাহ লে দুটি সুবিধা পাওয়া যাবে। যার মধ্যে একটি হল গ্যাস সিলিন্ডারের কালোবাজারি অনেকাংশে কমে যাবে। প্রচুর অভাবী মানুষের ঘরে সঠিক সময়ে সিলিন্ডারপৌঁছে দেওয়া যাবে। ডিস্ট্রিবিউটররাও ইচ্ছা মতো গ্যাস সিলিন্ডার বিক্রি করতে পারবে না। এছাড়া যে বা যাঁরা বেআইনি ভাবে ভর্তুকি নিচ্ছেন, তাঁরাও ধরা পড়বেন হাতেনাতে। তব সরকারের উপর যাঁরা অপ্রয়োজনীয়ভাবে ভর্তুকির বোঝা চাপাচ্ছেন বাদ দেওয়া হবে তাঁদের নাম।