জন্মদিনের পার্টিতে গোলাপি বিকিনিতে উদ্দাম নাচ মন্দিরার, ‘অশ্লীলতা’ বলে তুলোধনা করল নেটজনতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউড ইন্ডাস্ট্রির অন‍্যতম নামী অভিনেত্রী মন্দিরা বেদী (mandira bedi)। তবে আশ্চর্যজনক ভাবে তাঁর অভিনীত ছবি হাতে গোনা। সিনেমায় বেশি দেখা না গেলেও ক্রিকেট ম‍্যাচগুলিতে সঞ্চালনা ও অসাধারন স্টাইল সেন্সই জনপ্রিয়তার শিখরে তুলে দেয় মন্দিরাকে।

অতি সম্প্রতি ৪৯ বছরে পা দিয়েছেন মন্দিরা। জন্মদিন উপলক্ষে নিজের ‘গার্লস গ‍্যাং’কে নিয়ে পার্টিতে মেতেছিলেন তিনি। পার্টির একটি রিল ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন মন্দিরা। সেখানেই একটি গোলাপি বিকিনি পরে উদ্দাম নাচতে দেখা যায় তাঁকে।


ক‍্যামেরার সামনে এসে মন্দিরার এই নাচকে নেটিজেনদের একাংশের অশ্লীল বলে মনে হয়েছে। ভিডিওর কমেন্টে মন্দিরাকে তুলোধনা করেছেন কয়েকজন। একজন লিখেছেন, চিকিৎসকের প্রয়োজন মন্দিরার। আবার এক ব‍্যক্তি লিখেছেন, নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর রেইড করা উচিত ছিল এই পার্টিতে। তবে কোনো মন্তব‍্যেরই কোনো উত্তর দেননি মন্দিরা।

সম্প্রতি নিজের দত্তক সন্তানকে উদ্দেশ‍্য করে নেটিজেনদের একাংশের কটুক্তি সর্বসমক্ষে এনে ক্ষোভ উগরে দেন অভিনেত্রী। এক চার বছরের শিশুকে উদ্দেশ‍্য করে কয়েকজনের কদর্য মন্তব‍্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান মন্দিরা।

গত বছরের জুলাই মাসে চার বছরের শিশু তারাকে দত্তক নিয়ে বাড়ি নিয়ে আসেন মন্দিরা ও তাঁর স্বামী রাজ কৌশল। আগে থেকেই মন্দিরা ও রাজের এক নয় বছরের ছেলে রয়েছে। ২০২০র ২৮ জুলাই দত্তক কন‍্যা তারাকে নিয়ে আসেন মন্দিরা।

সেই দত্তক কন‍্যাকে উদ্দেশ‍্য করেই সোশ‍্যাল মিডিয়ায় একের পর এক কটু মন্তব‍্য করেছেন কয়েকজন। সেই সব মন্তব‍্যের স্ক্রিনশট প্রকাশ‍্যে এনেছেন মন্দিরা। অভিনেত্রীকে ব‍্যক্তিগত ভাবে মেসেজ করেও কদর্য মন্তব‍্য করেছেন দুই নেটনাগরিক।

একজন প্রশ্ন করেছেন, ‘কোন বস্তি থেকে মেয়েটিকে দত্তক নিয়েছেন আপনি?’ অপরদিকে আরেকজন লিখেছেন, ‘পথ শিশুটিকে একেবারেই মানাচ্ছে না এখানে। আপনারা নিজেদের নিয়ে এতই ব‍্যস্ত যে বস্তির শিশুটির মনে চিরদিনের জন‍্য দাগ লাগিয়ে দিচ্ছেন।’

দুটি মন্তব‍্যই সবার সামনে নিয়ে এসেছেন মন্দিরা। তীব্র কটাক্ষ করে তিনি লিখেছেন, ‘এই ধরনের মানুষদের সবার নজরে নিয়ে আসা উচিত। আপনি আমার নজর কেড়ে নিয়েছেন। আপনি এতই কদর্য।’ এখানেই থামেননি মন্দিরা। তিনি আরো লিখেছেন, ‘ইনি নিজেকে রাজেশ ত্রিপাঠি নামে পরিচয় দিয়েছেন। কিন্তু এটা নিশ্চিত ভাবেই ওর নাম নয়। কারণ এই ধরনের মানুষরা সবথেকে বড় ভীতু হয় যারা শুধু আড়ালে থেকেই জিভের ধার দেখায়।’

সম্পর্কিত খবর

X