গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমান,২৫ জুনঃ
পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমার কাটোয়া স্পোর্টস লাভার্স এসোসিয়েশনের উদ্যোগে শুরু হল তিনদিনের দ্বিতীয় বর্ষ ” আম উৎসব ” কাটোয়া পৌরসভার নজরুল মঞ্চে। মঙ্গলবার উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন উপ মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার সত্যব্রত বুট,কাটোয়া ১নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রঞ্জিত মণ্ডল,জেলা পরিষদের সদস্য মাম্পি রুদ্র,দাঁইহাট পৌরসভার কাউন্সিলার সমর চক্রবর্ত্তী, কাটোয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলার দেবকুমার বৈরাগ্য, কাটোয়া স্পোর্টস লাভার্স এ্যাসোসিয়েশনের সভাপতি রণজিৎ চট্রোপাধ্যায়,কাটোয়া মহকুমা স্পোর্টস লাভার্স এ্যাসোসিয়েশনের সম্পাদক শ্রীজীব গোস্বামী সহ প্রমুখ। বর্ধমান জেলার আমকে দেশের বাজারে আরো ছড়িয়ে দেওয়ার উদ্যোগে কাটোয়া শহরে গত বছর থেকে এই প্রয়াস শুরু হয়েছে।।
কাটোয়া মহকুমা স্পোর্টস লাভার্স এ্যাসোসিয়েশনের সভাপতি রণজিৎ চট্রোপাধ্যায় জানান,মোট ১৪ টি আম জাত দ্রব্যের স্টল হয়েছে।এই স্টলগুলি এসেছে
বর্ধমান, পূর্বস্থলী,নিগন,বহরমপুর ও কাটোয়া থেকে।
এখানে বিভিন্ন রকমের আম,বিভিন্ন রকমের আমের চারা,আমের রসগোল্লা, আমের আইসক্রিম ও আমের জুস পাওয়া যাচ্ছে।
আম ও তার প্রক্রিয়াজাত দ্রব্য সমূহের প্রদর্শন, আম বিষয়ক আলোচনা ও আমের রন্ধন প্রতিযোগিতা রয়েছে।প্রতিদিন সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
আম নিয়ে আমজনতার উৎসাহ বাড়াতেই এই উৎসব।