বাংলা হান্ট ডেস্কঃ আগেই ২৪ ঘন্টার জন্য স্বস্তি পান প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে এদিন আরো ৪৮ ঘন্টার জন্য স্বস্তি পেলেন তিনি। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করতে পারবে না কোনো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
তবে এক্ষেত্রে কঠোর পদক্ষেপের ক্ষেত্রে ছাড় দিলেও সিবিআই হাজিরা থেকে অব্যাহতি পাননি পর্ষদ প্রাক্তন সভাপতি। অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, পরবর্তী সময়ে মানিককে সিবিআইয়ের নিকট হাজিরা দিতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি একের পর এক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় সরগরম বঙ্গ রাজনীতি। পার্থ চট্টোপাধ্যায়, অশোক সাহা সহ অন্যান্য একাধিক তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রী এবং শিক্ষা আধিকারিকরা হেফাজতে। এই পরিস্থিতিতে দুর্নীতির অভিযোগ সামনে উঠে আসায় মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে বরখাস্ত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পরবর্তী সময়ে সিবিআই এবং ইডি জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয় তাঁকে।
এর মাঝে সপ্তাহের শুরুতেই কলকাতা হাইকোর্টে একটি মামলার শুনানি চলাকালীন আইনজীবীরা অভিযোগ করেন যে, প্রাথমিক টেট পরীক্ষায় মোট ১২ লক্ষ উত্তরপত্র নষ্ট করা হয়েছে। এক্ষেত্রে এত বিপুল পরিমাণ উত্তরপত্র নষ্টের পিছনে কি কারণ, তা জানতে মানিক ভট্টাচার্যকে সিবিআইয়ের নিকট হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, পরবর্তী সময়ে চাইলে সিবিআই তাঁকে গ্রেফতার পর্যন্ত করতে পারে বলে জানান বিচারপতি। যদিও এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে সাময়িক স্বস্তি পান মানিকবাবু আর এদিন পুনরায় একবার ৪৮ ঘন্টার জন্য গ্রেফতারের হাত থেকে অব্যাহতি পেলেন তিনি।
তবে এর মাঝে আবার প্রশ্ন উঠে গিয়েছে সিবিআই হাজিরা প্রসঙ্গে। এক্ষেত্রে গ্রেফতারিতে নিষেধ থাকলেও অপরদিকে সিবিআইয়ের নিকট উপস্থিত হওয়া থেকে ছাড় মেলেনি। তবে গতকাল কলকাতায় সিবিআই দফতরে উপস্থিত থাকার পরিবর্তে দিল্লিতে ছিলেন মানিক ভট্টাচার্য। একইসঙ্গে, কলকাতা পুলিশের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে নিখোঁজ ডায়েরি পর্যন্ত দায়ের করা হয়। তবে আগামী দুই দিনে কলকাতায় এসে মানিক সিবিআই অফিসে হাজিরা দেন কিনা, সেটাই দেখার।