নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে বড় জামিন, কে পেলেন শর্তসাপেক্ষ মুক্তি?

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় একের পর এক জামিন। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) পুত্র শৌভিক ভট্টাচার্য (Souvik Bhattacharya)। শুক্রবার মানিক-পুত্রকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি পঙ্কজ মিথলের ডিভিশন বেঞ্চ এদিন সৌভিকের জামিনের আর্জি মঞ্জুর করেছেন।

জানিয়ে রাখি, রাজ্যের শিক্ষক কেলেঙ্কারি মানলায় সর্বপ্রথম জামিন পেয়েছিলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য। এরপর ওএমআর শিট (OMR Sheet) কারচুপিতে অভিযুক্ত নাইসার ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি দাসকে (Niladri Das) ৩০০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয় আদালত। কিছুদিন আগেই জামিন পেয়েছেন মিডিলম্যান প্রসন্ন রায়। আর এবার ফের নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন আরও একজন।

জানিয়ে রাখি, গত বছর অগাস্ট মাসে কলকাতা হাই কোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন মানিকের স্ত্রী শতরূপা ভট্টাচার্য। এর পরেই নভেম্বর মাসে জামিনের জন্য শীর্ষ আদালতে আবেদন করেন শৌভিক। ২০২৪ এর ফেব্রুয়ারীতে এসে জামিন পেলেন মানিক পুত্র।

এখানে বলে রাখা ভালো প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৩ এর ফেব্রুয়ারিতে মানিকের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও ছেলে শৌভিক ভট্টাচার্য আদালতে আত্মসমর্পন করেন। এরপর দুজনেরই জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। তবে বর্তমানে দুজনাই জামিনে মুক্ত।

manik souvik

আরও পড়ুন: ২১০ কোটির কর ফাঁকি! কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল আয়কর বিভাগ, ভোটের আগে মাথায় বাজ রাহুলদের

এর আগে আদালতে ইডি জানায়, রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে তার সরাসরি যোগ রয়েছে শৌভিকের। পাশাপাশি একটি ক্লাবের আর্থিক লেনদেনেও মানিক-পুত্র জড়িত বলে আদালতে জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাল্টা ইডির বিরোধীতা করে জামিনের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৌভিক। এতদিন ধরে জামিন না পেলেও এবার মঞ্জুর হল তার আবেদন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর