ইডির চার্জশিটে নাম, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মানিক-পত্নী ও পুত্রের হাজিরা আদালতে

বাংলাহান্ট ডেস্ক : আদালতে হাজির হলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের স্ত্রী ও পুত্র। শনিবার মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও পুত্র সৌভিক ভট্টাচার্য হাজিরা দেন ব্যাঙ্কশাল আদালতে। এই দুইজনের নাম ছিল মামলার চার্জশিটে। সেই সূত্রে আদালত তলব করেছিল মানিক ভট্টাচার্যের স্ত্রী ও পুত্রকে। আদালতে এই দুইজন জামিনের আর্জি জানান শনিবার।

যদিও ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানিক ভট্টাচার্যের স্ত্রী ও পুত্রের জামিনের আবেদনের বিরোধিতা করে। আগামী ৭ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি দিন ধার্য করা হয়েছে। প্রসঙ্গত, মানিক ভট্টাচার্যের স্ত্রীর এক মৃত ব্যক্তির সাথে যৌথ অ্যাকাউন্ট রয়েছে ব্যাংকে। ইডি দাবি করেছে, ওই যৌথ অ্যাকাউন্টে রয়েছে তিন কোটি টাকা।

এর আগে আদালতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছিল, শতরূপা ভট্টাচার্যের সাথে মৃত্যুঞ্জয় চক্রবর্তী নামের এক মৃত ব্যক্তির যৌথ ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। মৃত্যুঞ্জয় চক্রবর্তী মারা যান ২০১৬ সালে। কিন্তু এখনও ওই অ্যাকাউন্ট থেকে মৃত্যুঞ্জয় চক্রবর্তীর নাম বাদ দেওয়া হয়নি। উল্টে ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়েছে কয়েক কোটি টাকা। ইডির আইনজীবীর কথায়, ওই টাকা কোন তছরুপের অর্থ হতে পারে।

Manik Bhattacharya TMC

ইতিমধ্যেই ইডি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ এনেছে। তদন্তকারীদের আতশকাঁচে রয়েছেন মানিকপুত্র সৌভিকও। সৌভিকের বিরুদ্ধে রাজ্যের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ আনা হয়েছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর