মুখবন্ধ খামে হাইকোর্টে রিপোর্ট পেশ করল CBI, তারপরই পর্দাফাঁস, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ঘোর বিপাকে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। এদিন প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে OMR শিট নষ্ট মামলায় মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। তদন্তকারীদের পেশ করা রিপোর্ট দেখে ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)।

এদিন এজলাসে বসে বিচারপতি বলেন, “জেনে বুঝে দুর্নীতি করে গেছেন মানিক ভট্টাচার্য।” জাস্টিস গাঙ্গুলি বলেন, “এবার বুঝতে পারছি বিচারপ্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে কেন পর্ষদ বার বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে। বিচারপতির আশঙ্কা, প্রাক্তন পর্ষদ সভাপতির পাশাপাশি বর্তমান পর্ষদ সভাপতিও দুর্নীতি আড়াল করার চেষ্টা চালাচ্ছেন।

আরও পড়ুন: এখনই নয় মুক্তি! কামদুনি ধর্ষণকাণ্ডে নয়া মোড়, বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ

আদালতের পর্যবেক্ষণ, উত্তরপত্র (OMR) নষ্ট করার আগে তার ডিজিটাইজেশনের ওপর কোনও নজরদারি করেনি বোর্ড। স্ক্যানড কপি রাখা হয়নি। ডিজিটাইড কপি রাখা হয়েছে যা যে কোনও সময় বদলানো সম্ভব। ওএমআর শিট নষ্ট করার মামলায় এদিন আদালতে জোর সওয়াল করেন চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম।

high court

আরও পড়ুন: পুজোর আগেই বিরাট সুখবর! আপার প্রাইমারি কাউন্সিলিং কবে? বিজ্ঞপ্তি জারি করে জানাল SSC

তিনি বলেন, “পরিকল্পনা মাফিক প্রাথমিকে দুর্নীতি চলেছে। আদালতের পর্যবেক্ষণেই এটা স্পষ্ট হয়েছে। ওএমআর শিট নষ্টের নামে সেগুলি সরিয়ে ফেলা হয়েছে। ওএমআর শিট নষ্টের সময় সেখানে পর্ষদের কোনও আধিকারিক উপস্থিত ছিলেন না। OMR শিটের স্ক্যানড কপি থাকলে এই দুর্নীতি হত না। টাকার বদলে এক্সেল শিটে নম্বর নম্বর বাড়িয়ে চাকরি দেওয়া হয়েছে।”

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X