ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ গ্রহণ মানিক সাহার, অনুষ্ঠান বয়কট বামেদের

বাংলা হান্ট ডেস্ক : সমস্ত জল্পনার অবসান! মানিক সাহাকে (CM Manik Saha) আজ বুধবার রাজ্যপাল এসএন আর্য দ্বিতীয়বারের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ (Oath) পাঠ করাবেন। আজ দেশজুড়ে হোলি উদযাপিত হচ্ছে। এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), বিজেপি সভাপতি জেপি নাড্ডা (J P Nadda) এবং অনেক কেন্দ্রীয় নেতা এবং তাঁর মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। তবে বামেরা এই অনুষ্ঠান বয়কট করেছে বলে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে ত্রিপুরার বিবেকানন্দ স্টেডিয়ামে। সকাল ১০টা ৪৫ নাগাদ আগরতলায় অনুষ্ঠানস্থলে পৌঁছবেন প্রধানমন্ত্রী মোদি। বিবেকানন্দ মাঠে দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মানিক সাহা।

বিজেপি ত্রিপুরা ইউনিটের প্রধান মুখপাত্র সুব্রত চক্রবর্তী জানিয়েছেন, ‘গত তিন দশকে এই প্রথম কোনও বাম-বিরোধী সরকার উত্তর-পূর্ব রাজ্যে ক্ষমতা ধরে রেখেছে। আমরা আশা করি বিজেপি ২.০ সরকার জনগণের আশা-আকাঙ্খা পূরণ করবে।’

manik

 

১৯৮৮ সালে, কংগ্রেস-টিইউজেএস সীমান্ত বামদের পরাজিত করে সরকার গঠন করে, কিন্তু ১৯৯৩ সালে বামেদের কাছে হেরে যায়। বৃহস্পতিবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ত্রিপুরায় সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপি ৬০-সদস্যের হাউসে ৩২ টি আসন জিতেছ। তাদের সমর্থিত দল আইপিএফটি (ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা) একটি আসন পেয়েছে।

গত ৬ মার্চ আগরতলায় রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন। রাজ্যপাল তাঁকে রাজ্যের ১২-তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ জানান। ইতিমধ্যে ত্রিপুরা কংগ্রেস এবং বামেরা ভোট-পরবর্তী হিংসার কথা উল্লেখ করে শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর