বাংলাহান্ট ডেস্ক: পরিকল্পনা করে মানুষকে একা করে দেওয়া হচ্ছে, অনুপম রায়ের (anupam roy) বিরুদ্ধে এমনি অভিযোগ তুললেন সিপিএমের পলিটব্যুরো সদস্য মানিক সরকার (manik sarkar)। বর্তমান সমাজে মানুষ এমনিতেই অনেকটা স্বার্থপর। তার উপর তাদের আরো প্ররোচনা দেওয়া হচ্ছে একা থাকার জন্য। এতে অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতাই নাকি তৈরি হবে না মানুষের।
হঠাৎ অনুপমের বিরুদ্ধে এমন অভিযোগ কেন সিপিএম নেতার? আসলে তাঁর অভিযোগ, অনুপমের গাওয়া ‘আমাকে আমার মতো থাকতে দাও’ গানটির বিরুদ্ধে। মঙ্গলবার আগরতলার রবীন্দ্র ভবনে সিপিএমের যুব সংগঠনের তরফে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানেই এই গান সম্পর্কে আপত্তি প্রকাশ করেন মানিক সরকার।
তাঁর অভিযোগ, মানুষকে আরো একা করে দিচ্ছে এই ধরনের গান। সমাজের পাশে দাঁড়ানোর কথা বাদ দিলেও বাবা, মা বা পরিবারের দায়িত্ব বাদ দিয়ে মানুষ একা কীকরে থাকবে? বিষয়টা নিয়ে কী বক্তব্য অনুপমের? দ্য ওয়ালের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বিরোধী দলনেতাকে পরামর্শ দিয়েছেন, আগে পুরো গানটা শুনতে। একটি লাইন তুলে মতামত প্রকাশ করাটা উচিত নয় বলেই মনে করেন গায়ক।
প্রসঙ্গত, ২০১০ সালে মুক্তি পেয়েছিল ‘অটোগ্রাফ’। পরিচালনা করেছিলেন সৃজিত মুখোপাধ্যায়। সেটাই তাঁর প্রথম বাংলা ছবি। একই সঙ্গে অটোগ্রাফ ছবিতে ডেবিউ করেছিলেন অনুপমও। গানটি লেখা, সুর দেওয়ার পাশাপাশি গেয়েওছিলেন তিনি। তুমুল জনপ্রিয় হয়েছিল ছবি এবং সেই গান। এখনো পর্যন্ত জনপ্রিয়তা এতটুকুও কমেনি।
মাস খানেক আগেই বিবাহ বিচ্ছেদ হয়েছে অনুপম রায়ের। যৌথ বিবৃতি দিয়ে বিচ্ছেদ ঘোষনা করেন অনুপম পিয়া। বিবৃতিতে লেখা, ‘আমরা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছি বিয়ের সম্পর্কটা শেষ করার এবং নিজেদের পথে বন্ধু হিসেবে চলার। একসঙ্গে আমাদের সফরটা খুব সুন্দর ছিল, সুন্দর অভিজ্ঞতা এবং সুখী স্মৃতিতে ভরা। কিন্তু ব্যক্তিগত অমিলের জন্য আমরা মনে করি স্বামী স্ত্রী হিসেবে আমাদের আলাদা হয়ে যাওয়াটাই ভাল। আমরা আগে যেমন ঘনিষ্ঠ বন্ধু ছিলাম তেমনি থাকব এবং একে অপরের ভাল থাকার ভাল থাকার দায়িত্ব নেব।’
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা