বাংলাহান্ট ডেস্কঃ ভোটকুশলী প্রশান্ত কিশোরের (prashant kishore) টিম আই প্যাকের সদস্যদের আটক করার প্রতিবাদে এবার তৃণমূলের পক্ষেই মুখ খুললেন বর্ষীয়ান সিপিএম নেতা মানিক সরকার (Manik Sarkar)। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে মত প্রকাশ করে, বাংলায় বামেদের সিদ্ধান্তের দিকেই পাল্লা ভারী করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
মঙ্গলবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার সরকারকে আক্রমণ করে তিনি বলেন, ‘হারের ভয়ে এসমস্ত করছে বিজেপি সরকার। এই কাজের তীব্র বিরোধিতা করছি। এটা আবার কেমন সরকার? এখানে একটা দল সমীক্ষা করতে এসেছে, আর সেই দলকে আটকে রাখা হল! কেন?’
প্রসঙ্গত, রবিবার রাতে ত্রিপুরায় পা রাখেন পিকের আই প্যাক টিমের ২৩ সদস্য। আর সেখানেই তাঁদের আগরতলার এক হোটেলে রীতিমত নজরবন্দি করে রাখা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় বিজেপি সরকারকে আক্রমণ করে, ভয় পেয়েছে বলে অভিযোগ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার সেই তৃণমূলের সুরেই সুর মেলালেন সিপিএম নেতা মানিক সরকার।
অন্যদিকে, বুধবার সকালেই আগরতলা বিমানবন্দরেই (agartala airport) আটকে দেওয়া হল তৃণমূলের (tmc) প্রতিনিধি দলকে। আই প্যাকের সদস্যদের গৃহবন্দি রাখার অভিযোগের সবিস্তারে খোঁজ নিতে এবং আসন্ন ২০২৪-এর নির্বাচনে দিল্লী জয়ের লক্ষ্য নিয়ে ত্রিপুরায় নিজেদের ঘাঁটি শক্ত করতে বুধবার সকালে ত্রিপুরা উড়ে গিয়েছিলেন বাংলার মন্ত্রী ব্রাত্য বসু, মন্ত্রী মলয় ঘটক এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
কিন্তু সে রাজ্যে প্রবেশের ক্ষেত্রেই বাঁধা পায় তাঁরা। কারণ ত্রিপুরা সরকার জানিয়েছে, আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট ছাড়া সে রাজ্যে কেউ প্রবেশ করতে পারবেন না। কিন্তু সমস্যাটা হচ্ছে, ত্রিপুরায় গেলেও, করোনা পরীক্ষা করাতে চাইছেন না তৃণমূল সদস্যরা। আর তা নিয়েই তৈরি হয় বচসা।