জাল সার্টিফিকেট দিয়ে বছরের পর বছর শিক্ষকতা! ধরা পড়তেই যা হল শুনলে চমকে উঠবেন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে নিয়োগ দুর্নীতি ইস্যুতে ধুন্ধুমার রাজ্যে। শিক্ষক কেলেঙ্কারির কাণ্ডে একের পর এক নাম উঠে এসেছে তৃণমূলের নেতা মন্ত্রীদের। জেল বন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বহুজনা। দিক দিক থেকে উঠে আসছে দুর্নীতির অভিযোগ। এই আবহেই এবার প্রকাশ্যে আরেক কাহিনী।

জাল সার্টিফিকেট (Fake Certificate) দিয়ে দীর্ঘ প্রায় দেড় বছর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা চালিয়ে যাচ্ছেন শিক্ষক। আর এবার ভুয়ো সার্টিফিকেট ঘটনা সামনে আসতেই ঐ শিক্ষিকাকে গ্রেফতার করলো পুলিশ। মানিকচকের (Manikchak) হাড্ডাটোলা গ্রামের বাসিন্দা ঐ শিক্ষিকাকে শনিবার মালদা জেলা আদালতে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে মালদার মানিকচক থানার পুলিশ।

আর কী জানা যাচ্ছে? সূত্রের খবর, ধৃত ওই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার নাম চাপা মন্ডল। ২০২১ সালের অক্টোবর মাস থেকে হরিশ্চন্দ্রপুর থানার বর্নাহি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে নিযুক্ত তিনি। জানা গিয়েছে ভুয়ো SC শংসাপত্র দেখিয়ে চাকরি পেয়েছিলেন তিনি।

সেই সময় ধরা না পড়লেও সম্প্রতি জাল সার্টিফিকেটের ঘটনা সামনে আসে। এরপরই আদালতের নির্দেশ অনুসারে মালদার মহকুমা শাসক পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে মানিকচক থানার পুলিশ ওই শিক্ষিকাকে গ্রেফতার করে।

manikchak

বহুদিন ধরে ভুয়ো শংসাপত্র দিয়ে চাকুরীতে যুক্ত হওয়ার অভিযোগে শনিবার শিক্ষিকাকে জেলা আদালতে পাঠানো হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে জেলা পুলিশ প্রশাসন। তবে শিক্ষিকার এই কর্মকাণ্ডে যথেষ্টই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X