রাজ্যে শান্তি স্থাপনে ব্যর্থ! এবার পদত্যাগের পথে মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে লাগাতার হিংসা, অশান্তি! এবার মণিপুরের (Manipur) মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা (Resign) দিতে চলেছেন বীরেন সিং (Chief Minister N. Biren Singh), ঠিক এমনটাই শোনা যাচ্ছে। সূত্রের খবর, আজই ইস্তফা দিতে পারেন তিঁনি। শুক্রবার দুপুরেই রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিতে পারেন বীরেন সিং। দলের চাপে পরেই মুখ্যমন্ত্রীর এহেন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, জনজাতি সংঘর্ষের জেরে গত প্রায় ২ মাস সময় ধরে উত্তপ্ত হয়ে রয়েছে মণিপুর। মেইই সম্প্রদায়কে সংরক্ষণের তালিকায় আনার প্রতিবাদে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে নামে কুকি সম্প্রদায়। যার জেরে এই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। দিন দিন আরও ভয়াবহ হয়েছে ওঠে পরিস্থিতি। শয়ে শয়ে বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। অশান্তির জেরে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ।

সেনাবাহিনী নামিয়েও পরিস্থিতিতে কোনও বদল আসেনি। গত রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে পরিস্থিতি পর্যালোচনাও করেন মণিপুরের মুখ্যমন্ত্রী। খবর, এরপরেই মুখ্যমন্ত্রীর সামনে দু’টি বিকল্প রাখা হয়। এক হয় তাঁকে ইস্তফা দিতে হবে। নয়তো কেন্দ্রের হাতে আইন শৃঙ্খলা রক্ষার ভার তুলে দিতে হবে।

অন্যদিকে, গতকাল রাত থেকে ফের উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। বিজেপির পার্টি অফিস আগুন ধরিয়ে দেওয়া হয়। পূর্বে বিজেপি মন্ত্রীর বাসভবনে হামলা চালানোর মতো ঘটনাও ঘটেছে। এরই মধ্যে খবর ছড়িয়ে পড়ে রাজ্যে শান্তি স্থাপনে ব্যর্থতার কারণে পদত্যাগ করতে চলেছেন মুখ্যমন্ত্রী।

manipur cm 2

যদিও বীরেন সিং নিজে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। মন্ত্রীর ঘনিষ্ঠমহল থেকে এই খবর ছড়িয়েছে। সূত্রের খবর আজই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে পদ ছাড়বেন মুখ্যমন্ত্রী বীরেন সিং।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X