‘আমার হৃদয় ব্যথা ও ক্রোধে ভরা, কাউকে ছাড়া হবে না!”, কাদের এমন হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী?

বাংলা হান্ট ডেস্কঃ ২০ জুলাই মানে আজ থেকেই সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে । অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদী (Narendra Modi) মিডিয়ার সামনে নিজের মন্তব্য পেশ করেন। উনি মণিপুরের ঘটনা নিয়ে কড়া পদক্ষেপের ভরসা দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ওনার হ্রধ্য ব্যথা আর ক্রোধে ভরা। এই ঘটনা সভ্য সমাজের পক্ষে ঠিক নয়। উনি বলেন, দোষীদের কোনোভাবেই নিস্তার দেওয়া হবে না।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘মণিপুরের যেই ঘটনা প্রকাশ্যে এসেছে, সেটা সভ্য সমাজের জন্য ক্ষতিকর ও লজ্জাজনক। যারা এই দোষ করেছে তাঁর গুরুতর অপরাধ করেইছে। আর তাদের এই কাজের জন্য গোটা দেশে মান সম্মান ধুলোয় মিশে গিয়েছে। ওদের কারণে ১৪০ কোটি দেশবাসী লজ্জায় নিজের মুখ ঢাকছেন।”

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি সমস্ত মুখ্যমন্ত্রীদের আবেদন করছি যে, নিজের রাজ্যের আইনশৃঙ্খলা আরও মজবুত করুন। বিশেষ করে মা-বোনদের নিরাপত্তার জন্য কঠোর পদক্ষেপ নিন। ঘটনা রাজস্থান, ছত্তিসগড় আর মণিপুরই হোক না কেন। ভারতের প্রতিটি কোণার প্রতিটি রাজ্য সরকার রাজনৈতিক বিবাদ ভুলিয়ে আইন ব্যবস্থাকে আরও কড়া করতে হবে, যাতে মহিলাদের সম্মান রক্ষা হয়।”

প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমি গণতন্ত্রের মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু আমার মনে ব্যথা আর ক্রোধ বয়ে যাচ্ছে। মণিপুর থেকে যেই ঘটনা প্রকাশ্যে এসেছে, সেটা সভ্য সমাজের জন্য ক্ষতিকর। আমি আশ্বাস দিচ্ছি যে, কোনও দোষীকে ছাড়া হবে না। আইন অনুযায়ী ওদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়া হবে। মণিপুরের ওই মেয়ের সঙ্গে যা অত্যাচার হয়েছে, তা কখনও ভোলানো যাবে না।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর