ফের ভূমিধসের কবলে মণিপুর! মৃতের সংখ্যা বেড়ে ৩৪, অধিকাংশই সেনা জওয়ান

বাংলা হান্ট ডেস্কঃ মণিপুরের বুকে দুর্যোগ কমার কোন লক্ষণ নেই। একের পর এক ধস নামার কারণে ক্রমশই মৃতের সংখ্যা বেড়ে চলেছে রাজ্যে। বুধবার রাতে মণিপুরের নোনে জেলার মারাংচিং স্টেশনের নিকটবর্তী স্থানে ধসের কারণে লণ্ডভণ্ড হয়ে যায় এলাকা। ভেসে আসা কাদামাটিতে আটকে পড়ে প্রাণ হারান বহু মানুষ। এখনো পর্যন্ত এই ঘটনায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩৪-এ পৌঁছেছে, যার মধ্যে শ্রমিক ছাড়াও বহু সেনা জওয়ান রয়েছে বলে খবর।

গতকাল উদ্ধারকার্য চালিয়ে মোট ছয়জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো পর্যন্ত যে কাদামাটির তলায় বহু মানুষ আটকে পড়ে রয়েছে, সেই সম্ভাবনা গতকাল জাহির করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী আর এর মাঝেই আরো একটি জায়গায় নামলো ধস। মণিপুর মাউন্টেনিয়ারিং এন্ড ট্র্যাকিং অ্যাসোসিয়েশনের ক্যামেরায় সম্পূর্ণ ঘটনাটি ধরা পড়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কারোর মৃত্যু হয়নি বলে খবর মিলেছে। তবে যেভাবে অতিভারী বৃষ্টি হয়ে চলেছে গোটা জেলা জুড়ে, তাতে নতুন করে ভূমিধসের সম্ভাবনা এড়ানো যাচ্ছে না।

বুধবারের ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। টু-পুল ইয়ার্ড এলাকায় আচমকা ভূমিধসের কারণে এখনো পর্যন্ত ৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, যার মধ্যে আবার ২০ জন টেরিটোরিয়াল আর্মি। যদিও সেই মৃতের সংখ্যা পরবর্তী সময়ে আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে প্রশাসনের তৎপরতা এবং কেন্দ্রের সহায়তায় উদ্ধারকার্য চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। গোটা ঘটনা প্রসঙ্গে গতকাল মুখ্যমন্ত্রী বীরেন সিং বলেন, “এটা আমাদের রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বিপর্যয়। এই ঘটনায় ৮১ জন মৃত্যু হয়েছে। এর মধ্যে বহু শ্রমিক সহ সেনা জওয়ানের মৃতদেহ রয়েছে। এখনো পর্যন্ত ৫৫ জন মানুষ আটকে রয়েছে।”

তিনি আরো বলেন, “লাগাতার দুর্যোগের কারণে তাদের উদ্ধার করতে অনেকটা সময় লেগে যেতে পারে। বর্তমানে কেন্দ্র সেনা জওয়ান থেকে শুরু করে এনডিআরএফকে পাঠিয়েছে। আমরা দ্রুত তাদের উদ্ধার করার চেষ্টা করছি।”


Sayan Das

সম্পর্কিত খবর