কুকি বিদ্রোহীদের পালাতে সাহায্য করছে অসম রাইফেলস! অভিযোগ তুলে FIR দায়ের মণিপুর পুলিশের

বাংলা হান্ট ডেস্ক : তুলকালাম মণিপুর (Manipur)। সে রাজ্যের পুলিস অসম রাইফেলসের (Assam Riffles) নবম ব্যাটেলিয়নের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা অভিযুক্ত কুকি জঙ্গিদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। যাতে তারা নিরাপদ জায়গায় ফিরে যেতে পারে সেকারণে তাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে বলে দাবি পুলিসের।

গত ৭ অগস্ট বিজেপির রাজ্য নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছিলেন। তাদের অভিযোগ ছিল, অসম রাইফেলস একপেশে কাজ করে যাচ্ছে। যার জেরে তারা সাধারণ মানুষের রোষের মুখে পড়ছে। সেই মর্মে বিজেপির প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কাছে নরেন্দ্র মোদির কাছে স্মারকলিপি জমা দিয়েছিলেন।

এমনকী তাঁরা দাবি জানান, অসম রাইফেলকে স্থায়ীভাবে মণিপুর থেকে সরিয়ে নিতে হবে। এদিকে মায়ানমার সীমান্তেও মোতায়েন করা রয়েছে অসম রাইফেল।

manipur 2

তবে এবার অসম রাইফেলসের সঙ্গে মণিপুর পুলিসে নয়া দ্বন্দ্ব। এবার অসম রাইফেলসের একাংশের বিরুদ্ধে এফআইআর করল মণিপুর পুলিস। তাদের বিরুদ্ধে অভিযোগ অস্ত্র হাতে তারা কিছু খারাপ কাজ করছে। সেটা থেকে বিরত থাকার জন্য জানিয়েছে মণিপুর পুলিস। এদিকে শনিবার সকালে কাওকতা এলাকায় তিনজনকে হত্যা করার অভিযোগও উঠেছিল তাদের বিরুদ্ধে।

গত ৫ অগাস্ট এই এফআইআর করা হয়েছিল। মণিপুর পুলিস ও অসম রাইফেলসের মধ্যে দ্বন্দ্ব যখন তুঙ্গে তখনই এই এফআইআর করা হয় বলে জানা যাচ্ছে। সেই সংক্রান্ত ভিডিও প্রকাশ্যেও এসেছে। সেখানে দেখা গিয়েছে, মণিপুরের পুলিস আধিকারিকরা অসম রাইফেলকে নানাভাবে দোষারোপ করছে। তাদের ডিউটিতে অসম রাইফেলস কেন বাধা দিচ্ছে সেই অভিযোগ তারা তুলেছে বলেও খবর।