সভা করার কথা ছিল খোদ মুখ্যমন্ত্রীর, আগুন ধরিয়ে দিল আদিবাসীরা! এই কারণে তুমুল বিক্ষোভ

বাংলাহান্ট ডেস্ক : মণিপুরে (Manipur) অশান্তি ছড়ালো আদিবাসীদের বিক্ষোভে। বৃহস্পতিবার রাতে জনতা আগুন ধরিয়ে দিল চূড়াচাঁদপুরে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের সভাস্থলে। এমনকি রাত ভোর দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছেন প্রতিবাদীরা। পুলিশ দাবি করেছে মুখ্যমন্ত্রী সভাস্থলে আসার আগেই হামলা চালায় জনতা।

ঘটনাটি ঘটে মণিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় ৬৩ কিমি দূরে অবস্থিত নিউ লামকায়। পুলিশের তরফে জানানো হয়েছে, উন্মত্ত জনতা নিউ লামকার পিটি স্পোর্টস্ কমপ্লেক্সে প্রতিষ্ঠিত একটি নতুন জিমকে আংশিকভাবে আগুনে পুড়িয়ে দিয়েছে। শুক্রবার বিকেলে সেটি উদ্বোধন করারই কথা ছিল বীরেন সিংয়ের।

বৃহস্পতিবার রাত নটার দিকে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় বলেই জানা গিয়েছে। এই অশান্তি (Violence) জেরে মণিপুরের বেশ কিছু অঞ্চলে জারি করা হয়েছে ১৪৪ ধারা। ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে কিছু জায়গায়। সরকারি সূত্রে খবর, এই বিক্ষোভ সংগঠিত হয়েছে স্থানীয় আদিবাসী ফোরামের নেতাদের নেতৃত্বে।

Manipur

আন্দোলনকারীদের মূলত দুটি অভিযোগ রয়েছে মণিপুরের বিজেপি সরকারের বিরুদ্ধে। প্রথমটি, বিভিন্ন সরকারি বনভূমি ও জলাভূমির উপর থেকে চিরাচরিত অধিকার কেড়ে নেওয়া আদিবাসীদের। দ্বিতীয়ত, পরিকল্পিত হামলার ঘটনা রাজ্যের বিভিন্ন চার্চে। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই ধরনের অশান্তির ঘটনা ঘটছে রাজনৈতিক উস্কানির কারণেই।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর