বাংলার হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়া যতটা কঠিন, নিজেকে সেই দলে ধরে রাখা তার চেয়ে অনেকগুন বেশি কঠিন, কারণ দলের বাইরে সবসময়ই অনেক দক্ষ ক্রিকেটার অপেক্ষায় থাকেন যারা নিজেদের সেরা পারফর্ম করছেন। এমনই এক ভারতীয় ক্রিকেটার আছেন, যার জাতীয় দলের কেরিয়ার আচমকাই থমকে গেছে এবং একপ্রকার নিশ্চিত ভাবেই বলা যায় টিম ইন্ডিয়ার দরজা তার জন্য পুরোপুরিভাবে বন্ধ। তিনি আর কেউ নন, তিনি হলেন মনীশ পান্ডে।
মনীশ পান্ডে এখন পর্যন্ত ভারতীয় দলের হয়ে ৩৯ টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, যাতে তিনি প্রায় ৪৫-এর গড়ে এবং ১২৬.১৫ স্ট্রাইক রেটে ৭০৯ রান করেছেন। কিন্তু মনীশ পান্ডে কখনই ধারাবাহিক ছিলেন না এবং এই কারণেই তিনি কখনও স্থায়ী জায়গা করতে পারেননি। এখন আমার মনে হয় না সে আর ফিরতে পারবে। গত আইপিএল-এও, মনীশ পান্ডে সানরাইজার্স হায়দ্রাবাদ বোঝা হয়ে উঠেছিলেন,
মনীশ পান্ডের বিশ্ৰী ব্যাটিংয়ের কারণে, পুরো মিডল অর্ডারের সন্তুলন বিগড়ে যায় এবং এসআরএইচ-কে ক্ষতির সম্মুখীন হতে হয়। এই খেলোয়াড়কে একসময় ভারতীয় দলের ভবিষ্যত হিসাবে বিবেচনা করা হয়েছিল। পান্ডে।
২০১৫ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৮৬ বলে ৭১ রান করে অভিষেক হয়েছিল তার। এর পরের বছরই সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮১ বলে ১০৪ রান করে দলের জয় নিশ্চিত করেন তিনি যা তার জাতীয় দলের হয়ে সেরা পারফরম্যান্সে।