বাংলা হান্ট ডেস্কঃ বুধবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে টসে জিতে প্রথমে আরসিবিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে 149 রান তোলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। অধিনায়ক বিরাট কোহলি এবং গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে ভর করে এই রানে পৌঁছায় আরসিবি। এই দু’জন ছাড়া আর কোন আরসিবি ব্যাটসম্যান এইদিন কার্যত দাঁড়াতেই পারেন নি হায়দ্রাবাদের স্পিনারদের সামনে। জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত প্রদর্শন করেন হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তবে ওয়ার্নার আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে হায়দ্রাবাদের ব্যাটিং লাইনআপ এবং ছ- রানে হারতে হয় হায়দ্রাবাদকে।
এইদিন হায়দ্রাবাদের হারের অন্যতম প্রধান কারণ দলের তারকা ব্যাটসম্যান মনীষ পান্ডে। মনীষ পান্ডের অত্যন্ত ধীর গতির ইনিংসের জন্যই এই ম্যাচে হায়দ্রাবাদকে হারতে হল বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এই মরশুমে 11 কোটি টাকার বিনিময় মনিশ পান্ডেকে দলে নিয়েছে হায়দ্রাবাদ। তবে যে আশাকরি মনীষ পান্ডে কে দলে নেওয়া হয়েছিল সেই আশা পুরনের পুরোপুরিভাবে ব্যর্থ মনীষ। অপরদিকে এই কম স্কোরিং ম্যাচে 39 বলে 38 রানের ধীর গতির ইনিংস খেলে ভিলেন হয়ে উঠেছেন মনীষ পান্ডে।