ঘুষ নেন ১০০ কোটি টাকা! প্রমাণ লোপাট করতে ১৪০ বার ফোন বদল মণীশ সিসোদিয়ার, চাঞ্চল্যকর দাবি ED

বাংলাহান্ট ডেস্ক : বিস্ফোরক দাবি ইডির (ED)। দিল্লির নতুন আবগারি নীতি (New Excise Policy of Delhi) যাতে সমস্ত স্বার্থপূরণ করে, সে জন্য আপ সরকারকে ঘুষ দেওয়া হয় প্রায় ১০০ কোটি। তদন্তে করে এমনই তথ্য হাতে পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তকারী সংস্থা আরও জানাল, প্রমাণ লোপাটের জন্য অভিযুক্তরা অন্তত ১০০ বার নিজেদের মোবাইল বদলেছেন। এই আবগারি নীতি-কাণ্ডে অন্যতম অভিযুক্ত হলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। ইতিমধ্যেই তাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডি।

বৃহস্পতিবার এই আবগারি নীতি-কাণ্ডে বেসরকারি সংস্থার দুই কর্তাকে গ্রেফতার করে ইডি। তাঁদের জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে দাবি তদন্তকারী সংস্থার। তারা জানিয়েছে, সিসৌদিয়া-সহ অভিযুক্তরা ১৪০ বারেরও বেশি মোবাইল বদলেছেন। সমস্ত ডিজিটাল প্রমাণ লোপাটের জন্যই এ সব করেছেন তাঁরা। তবে সিসোদিয়া সমস্ত অভিযোগ আগেই অস্বীকার করেন। তিনি জানান, তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েও কিছুই খুঁজে পায়নি সিবিআই। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের অভিযোগ, গুজরাত ভোটের আগে আপকে আটকাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অন্যায় ভাবে ব্যবহার করছে বিজেপি।

সূত্র খবর বৃহস্পতিবার সুরা প্রস্তুতকারী সংস্থা পারনড রিচার্ডের জেনারেল ম্যানেজার বিনয় বাবু এবং অরবিন্দ ফার্মার কর্তা পি শরৎচন্দ্র রেড্ডিকে গ্রেফতার করে ইডি। দিল্লির বিশেষ আদালত তাঁদের সাত দিনের ইডি হেফাজতে পাঠিয়েছে বলে জানা যাচ্ছে। ইডির দাবি, দিল্লিতে মদ বিক্রির প্রায় ৩০ শতাংশই নিয়ন্ত্রণ করে রেড্ডি।

আদালতে ইডি আরও দাবি, দিল্লি সরকারকে ঘুষ দেওয়ার জন্য বিভিন্ন মদ বিক্রয়কারী সংস্থার থেকে প্রায় ১০০ কোটি টাকা তোলেন তিনি। উদ্দেশ্য ছিল, নতুন আবগারি নীতিতে যাতে লাভবান হন মদ প্রস্তুত এবং বিক্রয়কারী সংস্থা। অভিযুক্তদের এক জনের থেকে আবগারি নীতির খসড়াও উদ্ধার করে ইডি। তাদের অভিযোগ, নীতি প্রকাশের অনেক দিন আগেই বেশ কিছু সুরাপ্রস্তুতকারী সংস্থার হাতে চলে আসে সেই খসড়া।

প্রসঙ্গত, ‘দিল্লির আবগারি নীতি ২০২১-২২’ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তোলেন উপরাজ্যপাল। সিবিআই তদন্তেরও সুপারিশ করেন তিনি। এর পরেই তদন্তে নামে সিবিআই। সিসৌদিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে জেরা করে। বিনোদন সংস্থার কর্তা বিজয় নায়ের এবং সুরা ব্যবসায়ী অভিষেক বইনপল্লিকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা।

Sudipto

সম্পর্কিত খবর