বাংলাহান্ট ডেস্ক : পাঞ্জাবে ভাঙন ধরেছে কংগ্রেস শিবিরে। দল ছেড়েছেন একাধিক তাবড় নেতা। তবে এখনই দল ছাড়ছেন না পাঞ্জাবের কংগ্রেস সাংসদ মনীশ তিওয়ারি। সমস্ত জল্পনা উড়িয়ে এবার একথাই ঘোষণা করলেন তিনি। তিনি বলেন, ‘আমি আগেও বহুবার বলেছি যে আমি কংগ্রেসের ভাড়াটিয়া নই। আমি অংশীদার। তাই এখনই দল ছাড়ার প্রশ্ন নেই। হ্যাঁ কেউ ধাক্কা দিয়ে বের করে দিলে সেটা আলাদা ব্যাপার। আমি আমার জীবনের ৪০ বছর দলকে দিয়েছি। দলের জন্য আমার পরিবার রক্ত ঝরিয়েছে।’
मैं बोलता हूं तो इल्म है बगावत का,
मैं चुप रहूं तो बेवसी सी होती है।
— Manish Tewari (@ManishTewari) February 16, 2022
আগামী ২০ তারিখ বিধানসভা ভোট পাঞ্জাবে। গতবছর পদত্যাগ করে নতুন দল গড়ে এবার বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। রবিবার নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী দাবি করেন অমরিন্দর সিং এর সঙ্গে বিজেপির যোগাযোগ থাকায় দল থেকে বহিষ্কার করা হয় তাঁকে।
এদিন অমরিন্দর সিং প্রসঙ্গে মনীশ তিওয়ারি বলেন, ‘পাঞ্জাবের মানুষ আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মাথা না ঘামালেও রাজনৈতিক স্থিতিশীলতা থাকা প্রয়োজন। আমার সঙ্গে ক্যাপ্টেন অমরিন্দর সিং এবং তাঁর পরিবারের সুসম্পর্ক রয়েছে। আমি এটুকু বলতে পারি যে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে উনি সরকার চালাচ্ছিলেন বলে যে অভিযোগ উঠেছিল তা সম্পুর্ন মিথ্যে।’
একই সঙ্গে তিনি প্রাক্তন আইনমন্ত্রী অশ্বিনী কুমারের দল ছেড়ে যাওয়াকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘যখনই কোনো নেতা কংগ্রেস ছেড়ে যান দল ক্ষতিগ্রস্ত হয়। রাজ্যসভার একটি আসন মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে।’
প্রসঙ্গত উল্লেখ্য পাঞ্জাবের বিক্ষুব্ধ কংগ্রেস নেতাদের দলে নাম লিখিয়েছেন মনীশ তিওয়ারি। একাধিক কংগ্রেস নেতা দল ছাড়ায় তাঁরই দলত্যাগের জল্পনা ক্রমে ঘোরতর হচ্ছিল। পাঞ্জাব বিধানসভা নির্বাচনে এবার তারকা প্রচারকদের তালিকায় মনীশ তিওয়ারির নাম রাখেনি কংগ্রেস। দলত্যাগি মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা আছে এই অভিযোগ বরাবর এনেছে কংগ্রেস। এদিন সেই ঘনিষ্ঠতার কথা স্বীকার করে নিলেও তিনি যে নিজের অধিকার না বুঝে এখনই দল ছাড়ছেন না একথা কার্যতই স্পষ্ট করে দিলেন এই কংগ্রেস নেতা।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার