বাংলাহান্ট ডেস্ক: টলি, বলি মিলিয়ে বহুবার বহু অভিনেত্রী মুখ খুলেছেন ইন্ডাস্ট্রির এক অন্ধকার সত্য ‘কাস্টিং কাউচ’ নিয়ে। এর আগে দক্ষিণী অভিনেত্রী শ্রী রেড্ডি মুখ খুলেছিলেন কাস্টিং কাউচ নিয়ে। এই প্রসঙ্গে বেশ কয়েকজনের নামও উল্লেখ করেছেন তিনি। এবার সেই তালিকায় যুক্ত হল আরেক অভিনেত্রী মঞ্জরী ফড়নীশের নাম।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘শক্তি’ অভিনেত্রী সরব হয়েছেন ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচের বিরুদ্ধে। তাঁর ছবি ‘শক্তি’ মুক্তি পাওয়ার পরেই তেলুগু ছবির জগৎ ছেড়ে দেন তিনি। তার কারণ বলতে গিয়ে এক বিষ্ফোরক মন্তব্য করেন অভিনেত্রী। তিনি বলেন, “ইয়াং টাইগার জুনিয়র এনটিআরের সঙ্গে অভিনয় করার পর থেকেই নানা প্রযোজক সংস্থা আমাকে অভিনয়ের প্রস্তাব দিতে থাকে। কিন্তু আমি অবাক হয়ে গেলাম যখন পরিচালকরা আমাকে তাঁদের সঙ্গে এক বিছানায় শুতে বললেন। আমি আপোস করতে একেবারেই রাজি ছিলাম না। তাই আমি প্রজেক্টগুলো ছেড়ে দিই।”
তিনি আরও বলেন, এই কাস্টিং কাউচের জন্যই প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় জগৎ ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। এই ঘটনার পর তিনি অবসাদে ভুগতে শুরু করেন বলেও জানান মঞ্জরী। এর আগেও এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “অভিনয় জগতে কাস্টিং কাউচ রয়েছে কিন্তু কেউ ধর্ষণ করে না।” তাঁর মতে, অভিনয়ের পটভূমি না থাকলে এই জগতে টিকে থাকা খুব কঠিন। তবে তারকা সম্তানদেরও আলাদা লড়াই রয়েছে। তাঁদের সকলের প্রত্যাশা পূরণ করার চাপ রয়েছে। কিন্তু তাঁরা সুযোগটাও বেশি পান।
মঞ্জরী ফড়নীশের অন্যতম জনপ্রিয় ছবি হল ‘জানে তু ইয়া জানে না’। ২০০৮ সালে মুক্তি পায় এই হিন্দি ছবি। এছাড়াও ‘ফালতু’, ‘গ্র্যান্ড মস্তি’, ‘কিস কিসকো পেয়ার করু’ সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন মঞ্জরী।