শেষ রক্ষা হল না, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং! শোকের ছায়া দেশ জুড়ে

বাংলাহান্ট ডেস্ক : প্রয়াত ৯০-এর দশকে ভারতীয় অর্থনীতির খোলনলচে বদলের রূপকার। দিল্লির এইমসে আজ রাত ৯ টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং (Manmohan Singh)। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ রাত ৮টা নাগাদ প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভর্তি করানো হয় দিল্লি এইমসের ইমার্জেন্সি ওয়ার্ডে।

না ফেরার দেশে মনমোহন সিং (Manmohan Singh)

মনমোহন সিংয়ের (Manmohan Singh) অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা। যথাসাধ্য চেষ্টা করছিলেন চিকিৎসকেরাও। তবে শেষ রক্ষা হল না। ৯২ বছর বয়সে প্রয়াত হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ( Ex Prime Minister)। নরসিমহা রাও সরকারের অর্থমন্ত্রী ও পরবর্তীতে ভারতের প্রধানমন্ত্রীর আসনে বসেন বিশিষ্ট এই অর্থনীতিবিদ।

আরোও পড়ুন : খেল দেখাচ্ছে ভারত! কপাল চাপড়াচ্ছে বাংলাদেশীরা! এবার যা হল….প্রিয় খাবারটাই জুটবে কী না সন্দেহ

তাঁর আমলেই খোলনলচে পাল্টে বিশ্ব অর্থনীতিতে এক অনন্যস্থান দখল করে ভারত (India)। শারীরিক সমস্যার কারণে বেশ কয়েক বছর ধরেই মনমোহন সিং (Manmohan Singh) ছিলেন প্রত্যক্ষ রাজনীতি থেকে দূরে। ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউপিএ সরকারের ২ বারের প্রধানমন্ত্রী মনমোহন সিং সদ্য অবসর নেন রাজ্যসভার সাংসদ পদ থেকে। প্রথমবারের জন্য ১৯৯১ সালে রাজ্যসভার সদস্য হন মনমোহন সিং। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত সামলেছেন বিরোধী দলনেতার পদ।

Manmohan Singh

এরপর ২০০৪ সালের ২২ মে ভারতের চতুর্দশতম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন ডঃ মনমোহন সিং। ১৯৮২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর, ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারতের যোজনা কমিশনের সহ অধ্যক্ষ এবং ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব সামলানো এই গুণী অর্থনীতিবিদ ছিলেন ভারতের প্রথম শিখ ধর্মাবলম্বী প্রধানমন্ত্রী। ডঃ মনমোহন সিংয়ের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলসহ গোটা দেশে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর